Hattimatim Tim Poem Lyrics (হাট্টিমাটিম টিম) | Bangla Kids poem

Bongconnection Original Published
3 Min Read

Hattimatim Tim Poem Lyrics (হাট্টিমাটিম টিম) | Bangla Kids poem

Hattimatim Tim Poem Lyrics (হাট্টিমাটিম টিম) | Bangla Kids poem
Loading...




Hattimatim Tim Tara Mathe Pare Dim
Tader Khara Duto Shing
Tara Hattimatim Tim

বাঙালির ছোটবেলা মানেই, কথা ফোটার সঙ্গে সঙ্গেই যে দু একটি লাইন ছড়া আওড়ানো, কি তাই তো ? আর ঠিক সেই সময় নিশ্চই আপনিও বলছেন হাট্টিমাটিম টিম কবিতাটি। 
এতবছর পর্যন্ত জানতাম হাট্টিমাটিম টিম ছড়াটা ৪ লাইনের 😮
আসলে এটা রোকনুজ্জামান খানের অসম্ভব সুন্দর ৫২ লাইনের একটি ছড়া 😊
ছোটবেলার সেই নষ্টালজিয়াকে আরেকটু বাড়িয়ে দিতে তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 
৫২ লাইনের সেই কবিতা।  আচ্ছা আপনি কি জানতেন যে, এই কবিতাটি আসলে ৫২ লাইনের ? নিচের কমেন্ট সেকশনে অবশ্যই  লিখে জানান। ..
Hattimatim Tim Poem Lyrics (হাট্টিমাটিম টিম) | Bangla Kids poem

Hattimatim Tim Poem Lyrics In Bengali

Loading...
টাট্টকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনল কিনে
মস্ত একটা ডিম।
বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।
সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।
উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু’পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।
সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।
উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।
চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।
বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বাড়ি
নিজের মাথায় মারে।
শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।
গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।
মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে।
গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।
হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমাটিম টিম।



আশা করছি আপনাদের এই লেখাটি ভালো লেগেছে। 
এই নষ্টালজিয়াকে আরেকটু বাড়িয়ে তুলতে ছোটবেলার বন্ধুদের সঙ্গে অথবা বন্ধুদের Whats app Group এ  লেখাটি শেয়ার করুন।
জীবনের খুব কম মুহূর্তকে আমরা উপভোগ করতে পারি।  তাই এই সুযোগটি হাত ছাড়া করবেন না।

ভালো থাকুন, সুস্থ থাকুন। .
Thank You, Visit Again..




TagsBangla Kids Rhymes, Bangla Kobita, Bengali Lyrics.

Share This Article