Guru Devo Doya Karo Lyrics ( গুরুদেব দয়া করো ) Bengali Lyrics

Guru Devo Doya Karo Lyrics In Bengali ( গুরুদেব দয়া করো )
Guru Devo Doya Karo Lyrics ( গুরুদেব দয়া করো )  Bengali Lyrics

Guru Devo Doya Karo Dinojone Lyrics    
ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব ( Thakur Ramkrishna Deb ) র একনিষ্ঠ ভক্ত শ্রী দেবেন্দ্রনাথ মজুমদারের অনন্য কীর্তি তিনি এই গান শ্রী শ্রী ঠাকুরের চরণে সমর্পন করেছিলেন,যা আজ প্রায় ইতিহাস সৃষ্টি করেছে।সমস্ত গুরু পরম্পরা তার এই রচনা কে সাদরে গ্রহণ করেছে।জয়তু শ্রী রামকৃষ্ণ!
সন্ধ্যাকালে এই গানটি যখন বেলুড় মঠে বাজে, সেই মুহূর্তে আপনি যদি গঙ্গা তীরে বসে শোনেন, মনে এক অমোঘ প্রশান্তি অনুভব করবেন, সেটা বলাই বাহুল্য। 
তো, চলুন দেখে নেওয়া যাক এই গানের কথা অর্থাৎ Lyrics..

Guru Devo Doya Karo Bangla Lyrics 


ভব-সাগর-তারণ-কারণ হে, রবি-নন্দন-বন্ধন-খণ্ডন হে, 
শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীনজনে।

হৃদিকন্দর-তামস-ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে,
 পরব্রহ্ম পরাৎপর বেদ ভণে, গুরুদেব দয়া কর দীনজনে।।

মন-বারণ-শাসন-অঙ্কুশ হে, নরত্রাণ তরে হরি চাক্ষুষ হে
, গুণগান-পরায়ণ দেবগণে, গুরুদেব দয়া কর দীনজনে।।

কুলকুণ্ডলিনী-ঘুম-ভঞ্জক হে, হৃদি-গ্রন্থি-বিদারণ-কারক হে,
 মম মানস চঞ্চল রাত্রদিনে, গুরুদেব দয়া কর দীনজনে।।

রিপু-সূদন-মঙ্গল-নায়ক হে, সুখ-শান্তি-বরাভয়-দায়ক হে,
 ত্রয়তাপ হরে তব নাম গুণে, গুরুদেব দয়া কর দীনজনে।।

অভিমান-প্রভাব-বিমর্দ্দক হে, গতিহীন জনে তুমি রক্ষক হে,
 চিত-শঙ্কিত-বঞ্চিত-ভক্তিধনে, গুরুদেব দয়া কর দীনজনে।।

তব নাম সদা শুভ-সাধক হে, পতিতাধম-মানব-পাবক হে, 
মহিমা তব গোচর শুদ্ধ মনে, গুরুদেব দয়া কর দীনজনে।।

জয় সদ্‌গুরু ঈশ্বর-প্রাপক হে, ভব-রোগ-বিকার-বিনাশক হে, 
মন যেন রহে তব শ্রীচরণে, গুরুদেব দয়া কর দীনজনে।।

Bhobo Sagoro Lyrics In Bengali

Video Song With Lyrics

এই গানের ভিডিও দেখুন ...                                   

মনে এক প্রশান্তি সৃষ্টিকারী এই গানের কথাগুলো ভালো লাগলে এই পোষ্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন।
ভালো থাকুন, গানে গানে থাকুন।.
Thank You, Visit Again...

Tags - Shree Ramkrishna Deb, Guru Vandana Lyrics, Bengali Lyrics
Guru Devo Doya Karo Lyrics ( গুরুদেব দয়া করো ) Bengali Lyrics Guru Devo Doya Karo Lyrics ( গুরুদেব দয়া করো )  Bengali Lyrics Reviewed by Bongconnection Original Published on May 23, 2020 Rating: 5

No comments:

Wikipedia

Search results

Powered by Blogger.