Dhono Dhanne Pushpe Bhora Lyrics In Bengali (ধন ধান্য পুষ্প ভরা)

Bongconnection Original Published
5 Min Read

Dhono Dhanne Pushpe Bhora Lyrics In Bengali (ধন ধান্য পুষ্প ভরা) 

Dhono Dhanne Pushpe Bhora Lyrics In Bengali (ধন ধান্য পুষ্প ভরা) Dwijendralal Ray
Loading...

Dhono Dhanne Pushpe Bhora Lyrics   বাংলার, বাঙালির হৃদয়ের খুব কাছের গান কমই আছে । যে গান শুনলে আমাদের শরীরে একটা শিহরন বয়ে যায়, যে গান শুনলে আমরা হয়ে পড়ি Nostalgic, মনে পড়ে যায় ছোটবেলার সেইসব রঙিন দিনগুলোর কথা । 
কবি Dwijendralal Ray ( দ্বিজেন্দ্রলাল রায় ) এর লেখা ‘ ধন ধান্য পুষ্প ভরা‘ এমন একটি গান , যে গান শুনলে প্রত্যেকটি বাঙালির হৃদয়ে আজও এক অন্যরকম আবেগ কাজ করে । বাংলা মায়ের সৌন্দর্য, ভালোলাগা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যা সত্যি
প্রশংসার উর্দ্ধে । সত্যি তো, ‘সকল দেশের রানী সে আমার জন্মভূমি‘ । 
গানটিকে নিয়ে অনেক সংগীত শিল্পী নিজেদের মতো করে গেয়েছেন যেমন – Shaan, Samina Chowdhury, Imran, Lopamudra Mitra, Sonu Nigam
তো চলুন দেখে নেওয়া যাক, ‘ধন ধান্য পুষ্প ভরা লিরিক্স’

Song Credits
Singer – Shaan
Lyricist –  Dwijendralal Ray
Album – Abar Ashibo Phire
Label – Asha Audio

Dhono Dhanne Pushpe Bhora Lyrics In Bengali

Loading...

ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা,
ওসে স্বপ্ন দিয়ে তৈরী সেদেশ স্মৃতি দিয়ে ঘেরা।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।
চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজান এমন ধারা,
কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে,
ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।
এতো স্নিগ্ধ নদী তাহার, কোথায় এমন ধূম্র পাহাড়,
কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে,
এমন ধানের উপর ঢেউ খেলে যায়, বাতাস তাহার দেশে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।
পুষ্পে পুষ্পে ভরা শাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি,
গুঞ্জরিয়া আসে অলি, পুঞ্জে পুঞ্জে ধেয়ে,
তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।
ভাইয়ের মায়ের এতো স্নেহ, কোথায় গেলে পাবে কেহ,
ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।

Lyrics In English

Dhono dhanno pushpe bhora amader ei boshundhora
Tahar majhe achhe desh ek shokol desher shera
O shey shopno diye toiri she je sriti diye ghera
Emon deshti kothao khuje pabe nako tumi
Shokol desher raani shey je amar jonmobhumi
Shey je amar jonmobhumi, shey je amar jonmobhumi

Chondro shurjo groho tara, kothay ujan emon dhara?
Kothay emon khele toreet, emon kalo meghe?
O tar pakhir daake ghumiye pore, pakhir daake jege!
Emon deshti kothao khuje pabe nako tumi
Shokol desher raani shey je amar jonmobhumi
Shey je amar jonmobhumi, shey je amar jonmobhumi

Eto snigdho nodi tahar, kothay emon dhumro pahar
Kothay emon hori khetro akash tole meshe?
Emon dhaner opor dheu khele jai batash kahar deshe?
Emon deshti kothao khuje pabe nako tumi
Shokol desher raani shey je amar jonmobhumi
Shey je amar jonmobhumi, shey je amar jonmobhumi

Pushpe pushpe bhora shakhi, kunje kunje gahe pakhi
Gunjoriya ashe oli, punje punje dheye,
Tara phooler opor ghumiye pore phooler modhu kheye
Emon deshti kothao khuje pabe nako tumi
Shokol desher raani shey je amar jonmobhumi
Shey je amar jonmobhumi, shey je amar jonmobhumi

Bhayer mayer eto sneho, kothai gele pabe keho
O maa tomar choron duti bokkhe amar dhori
Amar ei deshe te jonmo jeno ei deshe te mori
Emon deshti kothao khuje pabe nako tumi
Shokol desher raani shey je amar jonmobhumi
Shey je amar jonmobhumi, shey je amar jonmobhumi




Video Song



মমতাময়ী বাংলা মায়ের প্রতি লেখা এই গানটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। 
ভালো থাকুন, গানে গানে থাকুন।.
Thank You, Visit Again…
Tags Shaan,  Dwijendralal Ray, Bengali Lyrics

Share This Article