Dekhechi Rupsagore Moner Manush Lyrics ( রূপসাগরের মনের মানুষ ) Shaan

Bongconnection Original Published
4 Min Read


Dekhechi Rupsagore Moner Manush Lyrics ( রূপসাগরের মনের মানুষ ) Shaan

Dekhechi Rupsagore Mone Manush Lyrics ( রূপসাগরের মনের মানুষ ) Shaan
Loading...

   Dekhechi Rupsagore Moner Manush Lyrics  নিজের মনের মানুষকে নিয়ে তো অনেকেই গান লিখেছেন, গান গেয়েছেন কিন্তু ‘ দেখেছি রূপসাগরের মনের মানুষ ‘ গানটি কোথাও একটা আমাদের হৃদয়ের মাঝে বর্তমান । আর সেটা চিরকালই থাকবে । মূলত এটি একটি Baul Folk Song, এবং এই গানটির স্রষ্টা বলা হয় , Lakshman Das Baul কে । তিনিই প্রথমবারের মতো গানটি আমাদের মাঝে এনে মনের মানুষকে উৎসর্গ করেন । এই গানটিকে বিভিন্ন সময়ে বিভিন্ন শিল্পীরা গেয়েছেন যেমন – Shaan, Bangla Band Dohar, Aditi Munshi, Kalika Prasad Bhattacharya র মতো অনেক শিল্পীরাই ।বিভিন্ন সংগীত শিল্পী ও সংগীত বিশেষজ্ঞদের মতে, Bangla ভাষায় মনের মানুষকে নিয়ে এর চেয়ে ভালো গান হয়তো আর নেই । 
তো, চলুন দেখে নেওয়া যাক, ” দেখেছি রূপসাগরের মনের মানুষ লিরিক্স



Song Credits
Singer – Shaan
Original Singer & Lyricist – Lakshman Das Baul
Album – Folk & Baul
Label Asha Audio


Dekhechi Rupsagore Moner Manush Lyrics In Bengali

Loading...
তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলাম না
ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলাম না

দেখেছি,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা,
বহু দিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে,
বহু দিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে,
সুজনের সঙ্গে হবে দেখা শুনা।
তারে আমার আমার মনে করি,
আমার হয়ে আর হইলো না
আমার আমার মনে করি,
আমার হয়ে আর হইলো না

দেখেছি,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে,
সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে
মরমে জ্বলছে আগুন আর নেভে না।
আমায় বলে বলুক লোকে মন্দ,
বিরহে তার প্রাণ বাঁচে না
বলে বলুক লোকে মন্দ,
বিরহে তার প্রাণ বাঁচে না

দেখেছি,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে,
পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে,
বিরলে বসে করো যোগ-সাধনা।
একবার ধরতে পেলে মনের মানুষ,
ছেড়ে যেতে আর দিও না
ধরতে পেলে মনের মানুষ,
ছেড়ে যেতে আর দিও না

দেখেছি,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলেম না
ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলেম না

দেখেছি,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।

Dekhechi Rupsagore Lyrics In Bangla

Taare dhori dhori mone kori
dhorte gelem
aar pelem naa
dekhechhi
dekhechhi roopsagare
moner manush kachashona
Taare dhori dhori mone kori
dhorte gelem
aar pelem na
dekhechhi,
dekhechhi roopsagare
moner manush kachasuna..

Bohu din bhaab tarange
bhesechhi katoi range
sujoner songe habe dekhasuna,
taare amar amar mone kori
amar hoe aar hoilo na
dekhechhi,
dekhechhi roopsagare
moner manush kachashona..

Se manush cheye cheye
firitechhe pagal hoye
marame jolchhe agun aar nibhe naa
amaye bole boluk loke mando
birohe taar praan bache naa
dekhechhi,
dekhechhi roopsagare
moner manush kachashona..

Pothik koy bhebo naare
dube jaao roopsagare
birole bose karo jog-sadhana
ekbaar dhorte pele moner manush
chhere jete aar dio na..

dekhechhi,
dekhechhi roopsagare
moner manush kachasona
Taare dhori dhori mone kori
dhorte gelem
aar pelem naa
dekhechhi,
dekhechhi roopsagare
moner manush kachashona…








মনের মানুষকে কেন্দ্র করে এত সুন্দর মন ছুঁয়ে এই গানটিকে ভালো লাগে প্রিয়জন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ..
ভালো থাকুন, গানে গানে থাকুন। .
Thank You, Visit Again…
TagsShaan, Bangla Folk Song, Bengali Lyrics

Share This Article