ভালোবাসা আর প্রিয় মানুষের ফিরে আসার অপেক্ষা মানুষকে যখন ব্যাকুল করে দেয়, ঠিক তখন মনে পরে জীবনের ফেলে আসা স্মৃতি। আপনার ব্যাকুল মনের পাশে আমরা আছি সবসময়, আপনার জন্য রইলো Srijit Mukherji র Dwitiyo Purush ( দ্বিতীয় পুরুষ ) সিনেমা থেকে Abar phire ele lyrics, গানটি গেয়েছেন Arijit Singh কম্পোজ করেছেন Anupam Roy,
আপনি কি ইন্টারনেট এ আবার ফিরে এলে র লিরিক্স খুঁজছেন? চিন্তা কি, আমরা নিয়ে এসেছি আপনার জন্য Abar phire ele lyrics, গানটির ভিডিও তে অভিনয় করেছেন Parambrata Chattopadhyay,Raima Sen, Abir Chatterjee, তো চলুন দেখা যাক Abar Phire Ele Lyrics..
Song name - Abar phire ele ( আবার ফিরে এলে )
Movie name - Dwitiyo Purush
Singer - Arijit Singh
Music & Lyrics: Anupam Roy
Arranged & Programmed by: Shamik Chakravarty
Guitar: Rishabh Ray
Drums: Sandipan Parial
Bass: Kaustav Biswas
Sitar: Rahul Chatterjee
Recorded by: Shubhranil Basu
Mixed & Mastered by: Debojit Sengupta
Music & Lyrics: Anupam Roy
Background Score: Indraadip Das Gupta
Cinematographer: Soumik Haldar
Story: Suvonkar Banerjee & Srijit Mukherji
Screenplay, Dialogues by: Srijit Mukherji
Costume Design: Sanchita Bhattacharjee
VFX: SVF Studios
Editor: Pronoy Dasgupta
Produced By: SVF Entertainment Pvt. Ltd.
Starring - Parambrata Chattopadhyay, Anirban Bhattacharya, Raima Sen, Gaurav Chakraborty, Rwitobroto Mukherjee, Soham Maitra, Subhra Sourav Das
Abar Phire Ele Lyrics In Bengali
তোমার অভিমানে ভরা
কৃষ্ণকলি নামে ধরা দিতে চায়,
পথ হারিয়ে ফেলে সুবর্ণরেখা তাই
দু'চোখ ঢেকে যাচ্ছি কে কোথায়।
তোমার অভিধানে আছে
এমন কোনো হাসি ছুঁয়ে গেছে মন,
মুগ্ধ হব আবার অল্প কিছুক্ষণ
হাতের মুঠোয় চাইছি শিহরণ।
যাত্রীহীন এই রাত্রিগুলোর
বন্ধু হবে কে?
শীতের বোতাম আটকে নিয়ে
সঙ্গী হবে কে?
ওই পাথুরে ঝর্না জলের
ঝিম ঝিম উল্লাসে,
এক নিমেষে হাওয়ার ছোবল
এড়িয়ে যাবে সে।
আবার ফিরে এলে
জেগে আছি পড়িনি ঘুমিয়ে,
আবার ফিরে এলে
ভালোবাসায় পুড়েও যাইনি ফুরিয়ে।
তোমার বিপদগলির কাছে
ডানা মেলে আমি জানতে পরিচয়,
মেরুন কোনো দ্বীপে থাক রহস্যময়
ছুঁয়ে দিলে কী জানি কী হয়।
তোমার শঙ্খমালার সাদায়
চিহ্ন রাখা আছে শব্দহীনতায়,
নির্জনতা জানে হয়না তার বিদায়
দূরে গিয়েও ফিরে আসা যায়।
যাত্রীহীন এই রাত্রিগুলোর
বন্ধু হবে কে?
শীতের বোতাম আটকে নিয়ে
সঙ্গী হবে কে?
ঐ পাথুরে ঝর্ণা জলের
ঝিমঝিম উল্লাসে,
এক নিমেষে হাওয়ার ছোবল
এড়িয়ে যাবে সে।
আবার ফিরে এলে
জেগে আছি, পড়িনি ঘুমিয়ে,
আবার ফিরে এলে
ভালোবাসায় পুড়েও যাইনি ফুরিয়ে।
Abar Phire Ele Lyrics In English
Tomar obhimane bhora
Krishnokoli naame dhora dite chaay
Poth hariye fele subornorekha tai
Duchokh dheke jacchi ke kothay,
Tomar obidhane ache
Emon kono hasi chhuye gechhe mon
Mugdho hobo abar olopo kichukkhon
Haater muthoy chaichi shihoron,
Jatriheen ei raatri gulor
Bondhu hobe ke?
Sheet er botam aatke diye
Songee hobe ke?
Oi pathure jhorna joler
Jhimjhim ullashe
Ek nimesehe hawar chobol
Eriye jabe se
Abar phire ele, jege achi
porini ghumiye
Abar phire ele
valobashay pureo jaini furiye,
Tomar bipodgolir kache
dana mele ami jante porichoy
merun kono dwipe thak rohossomoy
chuye dile ki jani ki hoy,
Tomar sonkhomalar saday
chinno rakha ache sobdohinotay
nirjonota jane hoyna tar biday
dure giyeo fire asha jay,
Jatrihin ei ratrigulor bondhu hobe ke ?
shiter botam atke niye songee hobe ke ?
oi pathure jhorna joler jhimjhim ullashe
ek nimeshe hawar chobol
eriye jabe se,
Abar phire ele
jege achi, porini ghumiye
abar phire ele,
valobashay pureo jayni furiye
আবার ফিরে এলে লিরিক্স
Melody আর ভালোবাসায় মাখানো Abar Phire Ele গানটি শুনুন Gaana, Jiosaavn, Amaon, Wynk থেকে ,আর দ্বিতীয় পুরুষ ( Dwitiyo purush ) movie টি দেখতে পাবেন Hoichoi থেকে।
Arijit Singh মনমাতানো সুর, Parambrata Chattopadhyay,Raima Sen অসাধারণ অভিনয় আর সেই সাথে সৃজিত মুখার্জী র পরিচালনা , দ্বিতীয় পুরুষকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়।
ভালো লেগেছে ? ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। ..
ভালো থাকুন , গানে থাকুন। ..
Thank You, Visit again
Tags- Arijit Singh, Dwitiyo Purush, Raima Sen, Parambrata, Bengali lyrics
Related Lyrics -
Preme Pora Baron Lyrics
Tumi Khushi To Song Lyrics