তাকে ভোগ করা যায় কিন্তু ভালোবাসা যায় না | বাংলা কবিতা | Bangla Kobita 2020

Bongconnection Original Published
2 Min Read

লেখাটি সম্পূর্ণ কাল্পনিক হলেও বাস্তবের সাথে যে এর একটা আপেক্ষিক যোগাযোগ রয়েছে , সেটা বলাই বাহুল্য …

তাকে ভোগ করে যায় কিন্তু ভালোবাসা যায় না | বাংলা কবিতা | Bangla Kobita 2020
Loading...


তাকে লাল শাড়ি তে মানায়,

কিন্তু মাথায় লাল ওড়না টা তার জন্য নয়!

হাতে লাল চুড়ি তার সৌন্দর্য বাড়ায়,

কিন্তু তা লাল পলা হয়ে ওঠা কখনো সম্ভব না!

খোলা চুলে সে আবেদনময়ী,কিন্তু অর্ধাঙ্গিনীর ঘাড়ের কাছের আলতো খোঁপা তাকে মানায় না!

তার চকচকে লাল টিপ তাকে অন্যদের থেকে আলাদা করে,কিন্তু সেই কাপড়ের টিপ কখনো সিঁদুরের টিপের মর্যাদা পায় না!

ঠোঁটের লাল রঙে সে অন্যকে আকৃষ্ট করতে পারে,কিন্তু তার সাদা কালো জীবনে 

রঙের কোনো ছোঁয়া সে পায় না!

তার বক্ষযুগল আপনার বড়ো পছন্দের,কিন্তু তার নীচে চাপা পড়ে যাওয়া ধুকপুক করতে থাকা হৃদয় টা নাপসন্দের তালিকায়!

তার খোলা পিঠে সারা রাত নখের এলোপাথারি দাগ শোভা পায়,কিন্তু ঘোমটার নীচে ঝুলতে থাকা কাপড়ের 

অবশিষ্ট অংশটি সে দাগ ঢাকতে পারে না

সে আপনাকে সুখ দিতে পারে,কিন্তু নিজের জীবনে শান্তি আনতে পারে না।

সে আপনার বিছানা গরম করতে পারে,কিন্তু অন্তরের জ্বালা কে জুড়োতে পারে না!

সে একজন বেশ্যা হতে পারে,কিন্তু স্ত্রী হতে পারে না!

আপনিও যদি আমাদের ওয়েবসাইটে আপনার লেখা পাবলিশ করতে ইচ্ছুক থাকেন , তাহলে আমাদের ফেসবুক পেজ ( বং কানেকশন Bong Connection)
এ আপনার লেখা মেসেজ করে পাঠান অথবা মেল করুন [email protected] এ …
ভালো থাকুন , সুস্থ থাকুন …
লকডাউনে বাড়িতে বসে কিভাবে সময় কাটাবেন ভাবছেন ? পড়ে ফেলুন নতুন নতুন সব ভিন্ন স্বাদের গল্প আপনার প্রিয় স্টোরি টেলিং ওয়েবসাইট বং কানেকশন থেকে  …..




Tags Bangla Kobita Collection, Bangla kobita,Bengali poem

Share This Article