করোনা কথা – করোনা ভাইরাস ও জনতা কারফিউ – Corona Virus Problem

Bongconnection Original Published
2 Min Read


করোনা কথা - করোনা ভাইরাস ও জনতা কারফিউ - Corona Virus Problem
Loading...
করোনা কথা – করোনা ভাইরাস ও জনতা কারফিউ 



যেভাবে চারদিকে ডামাডোল শুরু হয়েছে তাতে কিছু কথা না লিখে সত্যিই পারলাম না। সমস্যাটা ঠিক কোথায় বলুন তো? যেখানে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেখানে একটা দিন লকডাউন/জনতা কারফিউ ঘোষণা করা হয়েছে এতেই অনেকের আপত্তি। আচ্ছা ঠিক কি চান আপনারা নিজের মন বলে যদি কিছু বেঁচে থাকে তাহলে জিজ্ঞাসা করুন তো একবার। আপনারা ট্রল করতে পারেন, মিম  বানাতে পারেন,কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে পারেন, ভাইরাল করতে পারেন কিন্তু নিজের সুরক্ষার জন্য এটুকু করতে পারেন না। করোনা আক্রান্ত কেউ যদি ভিড়ের  মধ্যে ঘুরে বেড়ায় পারবেন তো তাকে চিনতে? নাকি নিজেও সেই ভিড়ে মিশে রোগটাকে নিজের শরীরে টেনে আনবেন সেইসাথে আপনার নিকটজনদের বিপদে ফেলবেন সেটা নিজেই সিদ্ধান্ত নিন। লেখাটা পড়ে আবার ভেবে না যারা নিজে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুক ফুলিয়ে ঘুরে বাইরে ঘুরে বেড়িয়েছে তাদের এই নোংরা কাজকে আমি সমর্থন করছি।



পাশাপাশি এটাও সত্যি একজন সচেতন নাগরিক হিসেবে কিছুটা দায়িত্ব আমাদেরও থাকে যাতে রোগটা না ছড়ায়। অযথা তাই লকডাউন ঘোষণায় রাজনীতির গন্ধ না খুঁজে নিজে সুরক্ষিত থাকুন, অন্যদেরও সুরক্ষা দিন। আগামীদিনে অন্য দেশের মত ভারতেও করোনা ভাইরাস তার ভয়ঙ্কর থাবা বসাতে চলেছে। গেরুয়া, সবুজ, লাল বা অন্য কোনো রঙের রাজনীতি না করে আসুন আমরাও একটু চেষ্টা করি যাতে কিছুটা হলেও রোগের প্রকোপ কম ছড়ায়। এই লকডাউন বা জনতা কারফিউ সবটাই ভারতবাসীর হিতার্থে। দরকার পড়লে একদিনের বেশি কারফিউ বা লকডাউন জারি হতে পারে। তাই গুজব করবেন_না। অনেক ধন্যবাদ।।।
#Its_not_curfew_its_all_about_care_for_you_Indian_citizen

বিঃদ্রঃ: বিশেষ কোনো রাজনৈতিক দলকে সমর্থন করার জন্য এই লেখা নয়। তাই অহেতুক দলাদলি না করে সমস্যাটা বুঝুন এবং যতটা সম্ভব প্রতিকার নিন।


Share This Article