30+Best Bengali SMS Collection (বেস্ট বাংলা এসএমএস )
SMS তো আমরা সবাই পাঠাই , বন্ধুদের কিংবা প্রিয়জনকে । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের পাঠানো এসএমএস এর ভাষা বা ছন্দ ঠিকঠাক হয়না , যার ফলে সেই SMS এর গুরুত্ব টাও সেভাবে প্রকাশ পায়না । তাই আমরা নিয়ে এসেছি আপনার জন্য Special Bengali SMS এর এক সুন্দর কালেকশন । যা আপনি আপনার প্রিয়জনকে পাঠিয়ে তার মনকে করুন জয় ও সেই সাথে আপনার ব্যক্তিত্ব ও গুরুত্ব কে বাড়িয়ে তুলুন তার চোখে । এখানে রয়েছে কবিতার ছন্দে Bangla SMS Kobita , Valobashar SMS Bangla kobita , Bangla love SMS for wife কিংবা ..
আপনি হয়তো Google এ ভালো বাংলা এসএমএস খুঁজছেন ? তাহলে আপনার খোঁজ এখানেই শেষ । কারণ এখানেই আপনি পাবেন Valo Valo Bangla SMS , Bengali SMS Collection , Bengali SMS forward...ভালোবাসার মানুষকে ইমপ্রেস করুন I love you in Bengali SMS দিয়ে ।
প্রিয়জন কিংবা প্রিয়বন্ধুকে পাঠান আমাদের Bengali SMS এর বিশাল কালেকশন থেকে যেকোন এসএমএস সম্পূর্ণ বিনামূল্যে আর সম্পৰ্ক কে করুন আরো অনেক বেশি গভীর ...
Bengali SMS Sad
হঠাৎ যদি জিজ্ঞেস করো
কষ্ট কি এখনো হয় ?
আমি বলবো নিজেকে ভুলতে পারি ,
তোমাকে কখনো নয় ।
Hotat Jodi jiggesh koro
Kosto ki ekhono Hoy ?
Ami bolbo nijeke vulte pari ,
Tomake kokhono noy .
এখন কেন ঘেন্না করো
সেটাই জানতে এলাম ,
কারণ তোমার ভীষণ জ্বরের
আমিই ওষুধ ছিলাম ।
Ekhon keno ghenna koro
Setai jante Elam .
Karon Tomar vishon jorer
Ami e osudh chilam .
যার জন্য চিন্তা করছো , ব্যাকুলতা বাড়ছে মনে
খোঁজ নিয়ে দেখ , সে ব্যাস্ত অন্য কারো ফোনে ।
Jar Jonno chinta korcho , bakulota barche Mone
Khoj niye Dekho , se basto Onno Karo phone e ...
কালকে যখন , আগলে রাখার মানুষ পাবে পাশে ,
আমায় তুমি ভুলিয়ে দিয়ো তাকে ভালোবেসে ।
Kalke jokhon , agle ralhar manush pabe pashe
Amay Tumi vuliye diyo , take e valobeshe ..
আরো কিছুক্ষন থেকে যেতে পারো ...
না হয় যদি দেখা , কখনো আবার ও ।
Aro kichukkhon theke jete Paro,
Na Hoy Jodi Dekha , kokhon o Abar o ...
আদুরে নাকি সব মেয়ে হয়
হঠাৎ আসা জ্বরে ...
ঘুমিয়ে আমি পরলে তবেই
ফোন কেট তারপরে ।
Adure naki sob meye Hoy
Hotat asha jore,
Ghumiye Ami porle tobei,
Phone keto tar pore ...
Bengali SMS fOR Girlfriend
যাকে চেয়েছি , তাকেই পেয়েছি
এমনটা কখন ও হয়নি ,
এই দুনিয়ায় আমার ভালো
মা ছাড়া কেউ চায়নি ।
Jake cheyechi takei peyechi
Emonta kokhon o hoyni ,
Ei duniyay Amar Valo
Ma chara r keu chayni ...
হারিয়ে ফেলেছি নিজেকে
তোমার দেওয়া চোটে,
জানায়নি কাউকে কিছু
শুধু হাসি রেখেছি ঠোঁটে ।
Hariye felechi nijeke
Tomar dewa chote
Janini kauke Kichu
Sudhu hashi rekhchi thote ...
Bangla Love Sms
মুখোশ পরে চলছে সবাই
ঠোঁটে নকল হাসি ,
পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় বেশি ।
Mukhosh pore cholche sobai
Thote nokol hashi,
Porer theke apon manush
Kosto dey beshi .
Bangla SMS Kobita
বুকের পাশে হাত জড়িয়ে , যখন কাঁধে রাখো মাথা।
কোন ওষুধি কাজ করে না , সেরে যায় সব ব্যথা ।
Buker pashe hat joriye , jokhon
kadhe rakho matha
Kon osudh e kaj kore na ,
Sere jay sob betha ...
এ জীবনে তোমার সাথে দেখা যদি হয়
রজনীগন্ধার মালা দিও
আর গোলাপ নয় ।
E jibon e Tomar Sathe Dekha Jodi Hoy
Rojonigondhar mala Dio
R golap noy ....
তবু দেখো এই শহরে
কেউ কিন্তু একলা নয়,
তুমি আজ কাঁদছো বলে
সেও কিন্ত সুখী নয় ।
Tobu Dekho ei shohore
Keu kintu ekla noy,
Tumi aj kadcho bole
Se o kintu sukhi noy ...
ভালো করে ভেবে নিয়ে
দরজা খুলো শেষে ,
ভালোবাসার নামে মানুষ
মন ভাঙতেই আসে ।
Valo kore vebe niye
Dorja khulo seshe ,
Valobashar nam e manush
Mon vangtei Ashe ....
হয়নি কথা বছর খানেক
করব নাকি ফোন ?
সহজ ছিল ডায়াল করা
কঠিন ছিল মন ...
Hoyni Kotha bochor khanek
Korbo naki phone ?
Sohoj chilo dial kora
Kothin chilo Mon ...
বলতে পারো দায়ীটা কে
তুমি নাকি আমি ...
অনেক সময় জেতার চেয়ে
হেরে যাওয়াটাই দামি ...
Bolte Paro dayi ta ke Tumi naki Ami ??
Onek somoy jetar cheye
Here jawa tai dami ...
ব্যাস্ত দিনে , ক্লান্ত হলেও
আগলে রেখো তাকে ...
করলে ভুল শুধরে দিয়ে
হাত ধরে যে রাখে ।
Basto dine e klanto holeo
Agle rekho take ,
Korle vul sudhre diye
Hat dhore je rakhe ...
20+Best Bangla Sad SMS
ভিতর ভিতর জ্বলছি তবু
বাইরে থেকে পুড়ছি না,
এত আঘাত সহ্য করেও দেখো
আমি কিন্তু ভাঙছি না ।
Vitor vitor jolchi tobu
Baire theke purchi na
Eto aghat sojjo koreo Dekho ,
Ami kintu vangchi na ...
আবার পাশাপাশি বসব একদিন
হাতে থাকবে হাত ,
চোখে চোখ মেলাতেই
কান্না পাবে হঠাৎ ।
Abar pashapashi boshbo ekdin
Hate thakbe hat ,
Chokhe chokh melatei
Kanna pabe hotat ...
এদিক ওদিক চেয়ে দেখো
বৃষ্টি ভেজা দিনে
তোমার আমার মনখারাপ
আটকে লাস্টসিনে ।
Edik odik cheye Dekho
Bristi Veja dine
Tomar Amar monkharap
Atke last seen e ...
মিষ্টি কথায় ভুলিয়ে দিয়ে
ভাবোনি তুমি ছাড়তে ,
সব ধারণা বদলে যেতো
যদি তুমি মন পড়তে পারতে ।
Misti kothay vuliye diye
Vaboni Tumi charte ,
Sob dharona bodle jeto ,
Jodi Tumi Mon Porte parte ...
হটাৎ আসা জ্বরে যদি থাকিস আমার পাশে
প্যারাসিটামল টাও হার মানবে,
আশার শ্রাবণ মাসে ।
Hotat asha jore Jodi
Thakis Amar pashe ,
Paracetamol Tao har manbe
Ashar shrabon mase...
বারুক প্রচুর তাপ
কিংবা হোক বৃষ্টি
তোমার এক চুমুই
আমার সুগার ছাড়া মিষ্টি ।
Baruk tap kingba hok bristi
Tomar ek chumui Amar sugar chara Misti ...
কপালে টিপ কাজল চোখে
যখন তোমায় দেখি ,
শব্দ ছাড়াই ,ছন্দ মেলাই
আবোল তাবোল লিখি ....
Kopale tip , kajol chokhe
Jokhon tomay dekhi,
Shobdo charai , chondo melai
Abol tabol likhi ...
অভিশাপ দিয়েছে গায়ের লোক
তোমার সাথে আমার সংসার হোক ।
Ovishap diyeche gayer Lok ,
Tomar Sathe Amar songshar hok ...
এই শহরে মন বোঝার চেয়ে
ভুল বোঝা মানুষের সংখ্যা বেশি ।
Ei sohore Mon bojhar cheye
Vul bojha manusher sonkha beshi ...
এই তো সেদিন বললে তুমি
তোমার কাছে আমিই সব
এখন আবার বলছো হেসেই ,
আমি কেবল শেষের সব ।
Ei to sedin bolle Tumi
Tomar kache Ami e sob ,
Ekhon Abar bolcho hesei
Ami kebol sesher sob ...
যার সঙ্গে সুখ , দুঃখ
সবকিছু শেয়ার হতো ,
বেস্টফ্রেন্ড তো তাকেই বলে
যার শাসন মায়ের মতো ।
Jar songe sukh dukkho
Sobkichu share hoto
Best friend to takei bole
Jar shashon Mayer Moto ...
চাইনা তাদের সঙ্গে মিশতে
যারা পেছনে বসে চর্চা করে ,
তবে এটা শুধু মনে রেখো
পুরোনো চাল ভাতেই বাড়ে ....