অনুভূতিতে তুমি – ফার্স্ট চ্যাপ্টার – Valobashar Golpo Bangla – Love Story

Bongconnection Original Published
7 Min Read

অনুভূতিতে তুমি - ফার্স্ট চ্যাপ্টার -  Valobashar Golpo Bangla - Love Story
Loading...

❤️ অনুভূতিতে_তুমি❤️       





-আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাই না! (রিমু)
-কেন? (আবির)
-আমার মনে হয় তোমার থেকে আরও ভালো কাউকে পাবো!
-ও,
-হুমমম।আমি চাই না আর কোন কিছু থাকুক আমাদের মাঝে!
-ঠিক আছে!
-আসলে দিন দিন ভালোবাসাটা কমে যাচ্ছে আমাদের!
-হয় তো না!
-আমি নতুন নতুন ছেলে দেখে বেশি ক্রাশ খাই!
আমার মনে হয় তোমার থেকে ওরা বেশি ভালো হবে।
-ও আচ্ছা!
-আমি জানি তুমি কেমন ভালোবাসো তবুও কেমন জানি তোমাকে ভালোলাগে না!
তুমি বেশি রোমান্টিক না!
তুমি আমার হাত ধরলে না এতো দিনে!
কোলে মাথা রাখলে না!
আদর করে জড়িয়ে ধরলে না!
কিন্তু আমার বান্ধবীদের দেখলাম সব তাদের বিএফের মধ্যে আছে।
-আচ্ছা !
-আমি সত্যিই বলছি আমি আর চাই না তোমাকে, হয়তো রোমান্টিক কোন ছেলেকে পাবো!
-। তবে একটা বারও ভাববে না আমার কথা?
-আমি আর পিছু ফিরতে চাই না, আশা করি তুমি ফেরাতে চাইবে না আমাকে! আমি তোমাকে ছাড়াই ভালো থাকবো।
-যেমন টা চাও, আমি তেমনই হবো, অনেক সময় দেবো, অনেক রোমান্স করবো আমরা, হঠাৎ ই বলে উঠলো আবির……
-আমি আর কোন কথাই শুনতে চাই না।
বলেই চলে যাবার জন্য পা বাড়ালো রিমু..
-আর হ্যা তুমি তো আমার সব ইচ্ছাই পুরন করো তাই না?
-হুমম
-আমার শেষ ইচ্ছা তুমি আমার সাথে আর যোগাযোগ করো না।
রিমু চলে যাচ্ছে…
বসে আছে আবির চোখের জল গাল বেয়ে বেয়ে পড়ছে।
শেষ ইচ্ছে টা পুরন করতে হবে?
এই কি সেই মেয়ে? যে কি না একটু কথা বলার জন্য পাগল হয়ে থাকতো? দেখা করার জন্য রাতের অন্ধকারে বাড়ি চুপ করে বেড়িয়ে আসতো?
যে আমাকে বলতো আমি নাকি ওর সব?
কিন্তু আজকে……..?
আমি ওর হাত ধরি না, কোলে মাথা রাখি না, জড়িয়ে ধরি না এটাই কি আমার অপরাধ? নিজের আনমনেই ভাবছে আবির..


কেটে যাচ্ছে ওকে ছাড়াই সময়।
কষ্টের দিন গুলি।
মেসেজ টিউনে চমকে উঠে আবির এই বুঝি মেসেজ এলো , কলিং টিউনে মনে হয় এই বুঝি ফোন এলো । কিন্তু না সব তার ভুল।
হঠাৎ একদিন ফোন এলো ।
নামটা দেখেই খুশি হয়ে গেল আবির ।
আবার ফিরে এসেছে আমার কাছে?
-হ্যালো।
-কেমন আছো?
-ভালো তুমি?
-অনেক ভালো।একটা কথা বলার জন্য ফোন করলাম। নতুন কেউ এসেছে আমার জীবনে।
কথাটা শুনেই বুকের ভিতর আজানা এক তীক্ষ্ণ চুরি এসে বিধলো।
-ও
-হুমমম আমি যেমনটা চেয়েছিলাম ও ঠিক তেমন। আমার হাত ধরে ঘুরে, আমার কোলে মাথা রাখে আমাকে জড়িয়ে ধরে, আর কত কি ! আমি খুব সুখি, ওকে পেয়ে।
তুমিও কাউকে খুজে নিও তোমার মত।
কথাগুলো শুনে নিজের চোখে জল আবিস্কার করলো আবির ।
-দরকার হবে না ভালো আছি আমি।
-ওর নাম তন্ময় ।
-ও আচ্ছা…
বলেই ফোনটা কেটে দিলো।
কথা বললে হয়তো আরও কষ্টটা বাড়বে।
আবার ফোন এলো ! কেটে দিলো আবির,  সে চায়না আর মায়া বাড়াতে।
ফোনটা অফ করে সিমটা জানালার দিয়ে ছুড়ে দিলো।
হয়তো আবার কোন খবর সে দেবে যা শুনে তার কষ্টটা আরও বাড়বে।
তা সে চায় না।
 আবির জানে নতুন নাম্বারটা পাওয়া ওর কাছে কোন ব্যাপার না তবুও….




কেটে যাচ্ছে দিন ১মাস,২মাস, ৩ মাস।
হঠাৎ একটা আন নোন নাম্বার থেকে ফোন আসলো ধরবো কি, ধরবো না করেও রিসিভ করলো।
কণ্ঠ শুনে বুঝতে পারলো ও ফোন করেছে।
-তুমি নাম্বারটা চেন্জ করেছো কেন? কত বার ফোন করেছি জানো?
-কেন?
-আসলে আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি।
-ও
-তুমি আমাকে ক্ষমা করবে না?
-কেন?
-আমি তোমার কাছে ফিরতে চাই।
-দরকার হবে না।
-প্লিজ ক্ষমা করে দাও আর এমন ভুল হবে না!
-ভুল না করলে ক্ষমা কেন করবো?
আর তোমার বিএফের কি খরব?
-ও একটা বাস্টার্ড   !
আমি চেয়েছিলাম একটু রোমান্টিক হতে।
কিন্তু…..
-কি?
-রিলেশনের শুরুতে আমার হাত ধরে ঘুরতো, কোলে নিতো, জড়িয়ে ধরতো।
-তাতে সমস্যা কি?
-কিন্তু কয়েকদিন যেতেই আমার শরীরের দিকে নজর দেয়।
নানা ভাবে মানসিক নির্যাতন করে শারীরক সম্পর্ক করার জন্য যা আমি কখনোই চাই না।
কয়েকদিন ওর সাথে কথা বলা বন্ধ করে দিই।
পরে আমার কাছে ক্ষমা চায়।
বলে আমার বাড়ি এসো বাবা মা তোমাকে দেখবে। যা মিথ্যে কথা ছিলো পড়ে বুঝলাম।
ওর বাড়ি ফাকা ছিলো।
আমাকে দেখেই তার চোখে লোভটা দেখতে পাই আমার সাথে জোর করতে থাকে!
অনেক কষ্টে পালিয়ে এসেছি।
বলেই কাদতে শুরু করলো।
একটু পর আবার বললো, আমি তোমার কাছে ফিরে যেতে চাই একটা সুযোগ দেবে না?
-দরকার হবে না তো তোমাকে ছাড়াই অনেক ভালো আছি।
-আমি জানি তুমি ভালো নেই।
-সেটা তোমার ভুল ধারনা।
-আমার সব ইচ্ছাই তো তুমি রাখো তাই না? শেষ ইচ্ছাটা রাখবে? আমাকে আবার তোমার কাছে ফিরিয়ে নাও ।
-শেষ একবারই হয় ২য় বার শেষ হয় না। তোমার শেষ ইচ্ছা ছিলো তোমার সাথে যোগাযোগ না রাখা।
সেটা মেনেছি কিন্তু এটা তোমার শেষ ইচ্ছা না।
-প্লিজ আর একবার সুযোগ দাও।
কোন কথা না বলেই ফোনটা কেটে দিলো আবির।
কথা বললে ওকে সুযোগ দিতে মন চাইবে কিন্তু সেটা সে চায় না।
অনেক বার ফোন করলো রিমু  রিসিভ করলো না।




ফোনটা অফ করে সিমটা বের করলো, আবার জানালা দিয়ে বাইরে ফেলে দিলো।
চাইনা আর পিছু টান দিতে।
আমি তো ভালো, যদিও ভালো নেই তোমায় ছাড়া
 তবে ভালো থাকার চেষ্টা করবো।
নিজের খেয়াল রেখো রিমু…. আনমনে বলে উঠলো আবির…!
*******
হয়তো খুবই সাদামাটা এক ফ্রেমে গল্পটা লেখা , তবে
গল্প থেকে যদি কেউ কিছু শেখে তাহলেই আমার এই লেখাটা সার্থক হবে।
হাত ধরে ঘুরলে,কোলে মাথা রাখলে,কোলে নিলে,জড়িয়ে ধরলে, বা আরও কিছু…
এই সবে প্রমান হয় না যে সে তাকে ভালোবাসে।
এটা একান্তই মনের অনুভূতির ব্যাপার।
.
বিঃদ্রঃ  -৷৷ সব মেয়ে বা ছেলে এক হয়না , ঘুনে ধরা এই সমাজে শরীর লোভী কামুক মানুষের ভিড়ে আজ ও অনেক মানুষই আছেন , যারা মনের অনুভূতিকে সর্বাগ্রে প্রায়োরিটি দিয়ে থাকেন । সেই মানুষেরা আজও আছে বলেই , ভালোবাসা শব্দটি বেঁচে আছে … অপেক্ষা করুন ,একদিন নিশ্চই সে আপনার জীবনে আসবে , হয়তো খুব শীঘ্রই …

ভালো থাকুন , ভালোবাসায় থাকুন ❤️
             
ধন্যবাদ ।
    ………………………………………….

Share This Article