প্রিয় সোশ্যাল মিডিয়া | অনুপ্রেরণার গল্প | Bengali Powerful Motivational Story | Premer Golpo

Bongconnection Original Published
4 Min Read

প্রিয় সোশ্যাল মিডিয়া | অনুপ্রেরণার গল্প | Bengali Powerful Motivational Story | Premer Golpo
Loading...



তুমি ফেসবুকে পেতে চেয়েছ ভালবাসার স্বীকৃতি… ইনস্টার ছবিতে খুঁজে গিয়েছ আমাদের সাফল্য… আমাদের ঘুরতে যাওয়া হোক, হাত ধরা হোক, অথবা হোক প্রথম চুমু, তুমি অতিসামাজিক হয়ে সবাইকে জানাতে চেয়েছ… আমাদের অন্তরঙ্গ ছবি দেখেছে তোমার-আমার বন্ধুরা। তারিফে ভরেছে কমেন্টবক্স, আমাদের বুক গর্বে ফুলেছে…

শেয়ার করা মিম দেখে বুঝে নিতে হয় আমাদের মানসিক অবস্থা – একাকীত্ব দরকার নাকি আদর! এখন তোমার খুশির পরিমাণ বুঝতে আমার ইমোজি দেখতে লাগে। আবার স্মাইলি, স্টিকার, কমেন্টেই বোঝা যায় তোমার গোঁসা… অভিমান! অভিমানটাও কী অদ্ভুতভাবে সোশ্যাল হয়ে গিয়েছে আমাদের; তাই না?!

আমাদের পছন্দের ঘন মুহূর্তের ছবিতে কম রিয়্যাকশন আসলে আমাদের অভিমান হয়! আচ্ছা শেষ কবে আমরা লাইক কমেন্টের চেয়ে নিজেদের আবেগকে গুরুত্ব দিয়ে ঘন হয়েছি? শেষ কবে আমার ঠোঁট তোমার কানের নীচের নরম অংশটায় ঘুরে বেরিয়েছে কোনও আলো বা পজিশনের পরোয়া ছাড়া?

তোমার কমেন্টে আমার লভ রিয়্যাক্ট না থাকলে অথবা আমার কমেন্টে তুমি রিপ্লাই করতে ভুলে গেলে আমাদের অভিমান হয়! আচ্ছা শেষ কবে দেখা করতে যাওয়ার সময় তোমার পছন্দের রঙের রুমাল কিনে নিয়ে যেতে ভুলে গিয়েছি বলে মুখ ফুলিয়ে বসেছো?

আমাদের সম্পর্কের বার্ষিকীগুলোয় আমরাই কাছে থাকি না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দু’জনেই বহু আগে প্ল্যান করা ছবি দিয়ে অ্যানিভার্সারি সেলিব্রেট করি! সবার অভিনন্দনের আতিশয্যে প্লাবিত হই! নিজেদের পক্ষের বন্ধুদের প্রাণপণে বোঝাতে চেষ্টা করি, আমরা কতটা সুখী… কিন্তু আমাদের সেদিন দেখা হল না… কারণ তোমার ফোনটা সার্ভিস সেন্টারে ছিল! সে’দিন একমাস পরে দেখা করার সময়ও কুন্তল’কে সঙ্গে নিতে হল, কারণ ওর ডি.এস.এল.আর-এর চমৎকার ছবি প্রচুর বাহবা কুড়োবে সোশ্যাল মিডিয়ায়…



আমাদের জন্মদিন হোক অথবা সম্পর্কের ভিত্তি, সমস্তটাই সোশ্যাল মিডিয়ায় থেকে গিয়েছে যেন! তুমি শেষ কবে আমার হাতে গোলাপফুল দেখে খুশি হয়েছিলে? শেষ কবে ছবি তোলার চেয়ে বেশি আমি তোমার গন্ধ মাখতে উৎসুক ছিলাম? শেষ কবে সূর্যাস্তের ছবি না পাঠিয়ে আমরা সত্যিই একটা সূর্যাস্ত দেখেছিলাম? মনে পড়ে? আমি ভুলে গিয়েছি!

হয়তো সোশ্যাল মিডিয়ার বন্ধু, চাকচিক্য আর ফ্যাশনের ভিড়ে গঙ্গার পাড়ে বেশ কিছু জোয়ার-ভাটা এসে ফিরে গিয়েছে আমাদের না পেয়ে… হয়তো সোশ্যাল মিডিয়ার আধুনিকতায় বেশ কিছু রঙ্গনফুল মরে গিয়েছে! হয়তো আমাদের ছবি তোলার উদগ্রতায় হারিয়ে গিয়েছে এক-একটা পিকচার-পারফেক্ট নিস্তব্ধতা যেটা শুধুমাত্র তোমার চোখের দিকে তাকিয়েই উপভোগ করা যেত, আমাদের পছন্দের বেঞ্চটায় বসে গঙ্গার পাড়ে…

বেছে নাও, সোশ্যাল মিডিয়া নাকি জীবন?

আমরা আমাদের জীবনকে অতিরঞ্জিত করতে গিয়ে অনুভূতি গুলোকে ফোনবন্দি কিংবা ক্যামেরাবন্দি করে ফেলেছি । সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল জগতে বিচরণ করতে করতে হয়তো কিছুক্ষনের জন্য আপনি নিজেকে খুব বন্ধুকেন্দ্রিক মনে করেন কিন্তু দিনশেষে নিজেকে যে কতটা একা , নিঃসঙ্গ মনে হয় সেই খবরটা কি রেখেছেন ?  ভ্যালেন্টাইনস ডে হোক কিংবা যেকোন মনে রাখার মতো মুহূর্ত বা দিনকে সেলফি কিংবা স্ট্যাটাসের রঙে রাঙিয়ে দিতে আপনি তৎপর । হয়তো কয়েক শো লাইক , কমেন্ট দেখে মন আপ্লুত হয় নিজেকে বেশ সেলিব্রিটি ফিল হয় কিন্তু দিনশেষে আপনার মনের খবর কজন রাখেন , কজন আপনার ভেতরের আপনি কে বোঝার চেষ্টা করেন সেটা একটু ভেবে দেখবেন …!

তাই জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন প্রিয় জনদের সাথে সময় কাটিয়ে তাদের উপস্থিতিতে , কারণ
   ভালোলাগার মানুষগুলো কিন্তু আসলে ভার্চুয়াল জগতে নয় বাস্তবেই এক্সিস্ট করে । 

ভালো থাকুন , ভালোবাসুন জীবনের কাটানো প্রতিটি বাস্তব মুহূর্তকে ,  সোশ্যাল অবশ্যই হোন তবে সেটা ভার্চুয়ালি নয় ….

ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না … বং কানেকশনের পক্ষ থেকে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত রঙিন হোক এই শুভকামনা রইলো ❤️

Share This Article