Status আমরা সবাই ব্যাবহার করি । রোজকার জীবনে Facebook , What's app , Instagram কিংবা Twitter এত বেশি জরুরি হয়ে গেছে সেটা বলাই বাহুল্য । আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রতি মুহুর্তের আপডেট সোশ্যাল মিডিয়াতে না দিতে পারলে যেন কম্পিটিশিন থেকে পিছিয়ে যাই । হা জীবন তো একটা কম্পিটিশন ই । আর এই কম্পিটিশন এ আমরা সবাই জিততে চাই । সোশ্যাল মিডিয়ায় আমরা মনের ভাব প্রকাশ করার জন্য সবসময় কিছু না কিছু Status Post করতেই থাকি । সেটা হতে পারে Facebook Status কিংবা What's app Status কিংবা Instagram Story . কিন্তু সবসময় আমরা উপযুক্ত স্ট্যাটাস খুঁজে পাইনা , মনের ভাব প্রকাশ করতে একটা উপযুক্ত Status প্রয়োজন হয় । তাই অনেক সময় হয়তো আপনি Google এ Bangal Status কিংবা Status For Facebook বা Best What's app Status in Bengali লিখে সার্চ করেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে হতে হয় নিরাশ । কারণ উপযুক্ত অর্থাৎ , আপনার মনের মতো Bangla Status পাওয়া যায় না । তাই আপনার সমস্যা সমাধান করতে আমরা নিয়ে এসেছি আপনার জন্য মন ছুঁয়ে বাংলা স্ট্যাটাস ( Best Bangla Status For Facebook & What's app ) . এবার আপনার পছন্দের স্ট্যাটাস টি দিয়ে আপনার ব্যক্তিত্ব কে জগতের সামনে তুলে ধরুন ....
কথা দিলাম , পরের জন্মে নদী হব
আছড়ে পড়বো তোমার ওপর
তোমার বুকেঁ মাথা রেখেই
সুখী হবে ব্যাথার জীবন। ..
ভালোবাসতে , একজন ই পারে
কে ?
মা।
তুই সময় পেলে
আমার কথাও ভাব। ..
বৃষ্টির দিনে চায়ের কাপ , কানে হেডফোন
আজ শেষ মেঘ নেই , তোর কেউ নেই।
তুমি থাকো বুকের খুব কাছে। ..
আমারও তো মন ভাঙে , চোখে জল আসে
আর অভিমান আমারও তো হয়। .
তাকে বলে দিও , আমি সত্যি ভালোবাসতাম। .
প্রিয়াঙ্কা , তুমিও ভালো থেকো
আসিফা , গৌরী , নির্ভয়াদের কাছে। ...
এটা ভারতবর্ষ দুদিন প্রতিবাদ হবে
তারপর আবার শীতঘুম। ..
মনটা তোমারই থাক , পারলে একটু জায়গা দিও। ..
ঠোঁটের হাসিটা সবথেকে দামি মেক আপ
তুমি দূরেই ভালো থেকো ,
আমি দুই থেকেই তোমাকে চাইবো। ..
স্পর্শে নয় , ভালোবাসা হয় অনুভূতিতে। .
ইচ্ছেগুলোর ইচ্ছে করেনা ভালোবাসতে আর
একটাই তো মন , ভাঙবে সে কতবার। ..
তুমি প্রেমে বিশ্বাসী , আমি ভালোবাসায়
We are not same bro ...
মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে
যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। ..
মানুষের পিছনে যে হাটে তার নাম ছায়া
মানুষ যার পিছনে হাটে , তার নাম মায়া
আর এই মায়া থেকেই কিন্তু , গভীর ভালোবাসার সৃষ্টি। ..
তোমাকে কাঁদিয়ে , আমি কোনো হাসিনি
বরং , নিজে কেঁদে তোমাকে হাসিয়েছি। ..
ইচ্ছে গুলো পূরণ হয়না বলে
মন খারাপ করিনা ,
কারণ আমি ভুলে যায়নি আমি মধ্যবিত্ত।
ভালোবাসা পাপ নয় ,
নিজে সত্যিকারের ভালোবাসুন ,
দেখবেন পৃথিবীতেও সত্যিকারের
ভালোবাসা আছে। ..
প্রতিটি মানুষের জীবনে , এমন একজন মানুষ দরকার
যাকে মনের সব কথা খুলে বলা যায়। .
যাকে সবসময় পাশে পাওয়া যায়। ..
একটা কথা খুব ভালো ভাবেই বুঝে গেছি
মা বাবার চেয়ে আপন এই পৃথিবীতে আর কেউ নেই। ..
আরও পড়ুন,
70+ Best Bangla What's app status ( বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস ) 70+ Best What's app Status In Bengali
22 Best Bengali Status For Facebook and Whats app | মন ছুঁয়ে যাওয়া বাংলা স্ট্যাটাস
Reviewed by Bongconnection Original Published
on
December 14, 2019
Rating:

No comments:
Post a Comment