বাংলা গল্প – আমার হাতটা ধরবি প্লিজ ? – পূজো সংখ্যা – Bengali Story

Bongconnection Original Published
3 Min Read



বাংলা গল্প - আমার হাতটা ধরবি প্লিজ ? - পূজো সংখ্যা - Bengali Story
Loading...

“আমার হাত টা ধরবি প্লিজ!”

“হুম।কিন্তু কিছু হয়েছে!”

“উঁহু কিছুনা।আমার একটু ভয় করছে”

“ভয়?”

“হুম ভয়।”

“কিন্তু কিসের!”

“এই মুহূর্ত টা ফুরিয়ে যাবার।”

“ধুর কিসব বলছিস!”

“নারে সত্যি।যদি এই মুহূর্ত টা আর ফিরে না আসে!”

“আশ্চর্য আসবেনা কেন?”

“আমরা তো যে কেউ,যেকোনো মুহূর্তে মরে যেতে পারি।মৃত্যু তো আর বয়েস দেখে আসেনা।তাই যদি সুযোগ না পাই!”

“হঠাৎ মরতে যাবো কেন!”

“যাবো বলছিনা।কিন্তু একশভাগ বিশ্বাস রেখে তো বলতেও পারিনা,কাল বেঁচে থাকবো। যদি আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়!বা যদি তোর কিছু হয়ে যায়!”

“সেরকম ভাবতে গেলে তো বাঁচাই যাবে না আর।মরতে তো হবেই একদিন।তাই বলে প্রতি মুহূর্তে মরার ভয় মাথায় করে চললে হয়!”

“কিন্তু অনেক কিছু তো পাওয়া হবেনা,যদি আজকেই মরে যাই ।”

“কি হবে না! আর একটা দিন একসাথে জড়াজড়ি করে ঘুম থেকে ওঠা হবে না! সকালের ব্রেকফাস্ট এ খুনসুটি করা হবেনা! আর একটা দিন বৃষ্টি পড়লে জানলায় বসে গানের লড়াই খেলা হবে না! একসাথে ভেজা হবে না! সন্ধ্যেবেলায় চায়ের কাপে চুমুক দিতে দিতে গল্প গুলো ভাগ করে নেওয়া হবে না!

হবে না, হবে না! সব চাওয়াই কি পূর্ণ হয়!হতেও নেই। অনুপম রায় এর কথা ধরেই বলছি, যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন। যে মুহূর্তটুকু পেয়েছিস, সেটাকেই নিংড়ে নে।ভয় পাস না,তাহলে এই মুহূর্তের সুখটুকুও হারিয়ে ফেলবি।”

“কিন্তু যদি মরেই গেলাম তাহলে তো সব মিথ্যে হয়ে গেল!”

“যায় কি! ভবিতব্য যাই হোক,অতীত কি মিথ্যে হয়! কত মানুষ তো একসাথে হাঁটা শুরু করেও ভিন্ন ভিন্ন গন্তব্যে শেষ করে, তাহলে তাদের সঙ্গে হাঁটাও কি মিথ্যে হয়ে যায়!”

“যায় না কি!”

“কখনওই না। তুই জীবনে সুন্দর-অসুন্দর যেরকম মুহূর্তই কাটিয়ে এসেছিস,সবটাই সত্যি।সবটা নিয়েই আজকের তুই।কাল আমি না থাকলে কি আমাদের আজকের প্রেমটা মিথ্যে হয়ে যাবে! না আমাদের এই মুহূর্তটা মিথ্যে হয়ে যাবে। যদি মিথ্যেই হয়ে যায়,তাহলে পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত যা ঘটেছে সবটাই মিথ্যে,এমনকি এখন যা ঘটছে বা ভবিষ্যতেও যা ঘটবে সব মিথ্যে কারণ একটা সময় সবকিছুই অতীতের মধ্যে বিলীন হয়ে যাবে।”

“সব বুঝলাম,কিন্তু আমি তোকে হারাতে চাইনা।আজীবন থাকতে চাই তোর সাথে।আমাদের যদি কোনোদিনও মৃত্যু না হতো।আমরা যদি এভাবেই থাকতে পারতাম”

“মুহূর্তের সবথেকে সুন্দর বৈশিষ্ট্য কি বলতো!”

“কি!”

“মুহূর্ত হারিয়ে যায়।মুহূর্ত যদি হারিয়ে না যেত তাহলে সেটা মুহূর্ত ই হতোনা। সুখের মুহূর্ত দীর্ঘস্থায়ী হলে তাতে আর সুখ থাকেনা। এমনকি দুঃখও।যার ভাগে যতটুকু প্রেম ছিল ততটুকুই সত্যি,ততটুকুই সুন্দর।”

“কিন্তু কাছের মানুষ কে হারিয়ে ফেলা কি কষ্টের নয়!”




“হারিয়ে ফেলা! আমরা আদৌ কি কোনো মানুষকে পাই!আমরা কেবল তার সাথে কাটানো সময় গুলো পাই।অভিজ্ঞতা গুলো পাই।আমরা কেউ কারোর নই। আমরা কোনো মানুষকে পাইনা,আমরা তার ভালোবাসা টুকু,তার ঘৃণা টুকু,তার সময় টুকু পাই।যেটা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবেনা।এমনকি আমাদের মৃত্যুও। তাই হাত ধরতে বললে হাজার বার ধরবো,কিন্তু কাল আর ধরতে নাও পারি এইজন্য না বরং আজ ধরতে চাই এইজন্য।”

“বেশ তবে তাই ধর।আজকের জন্যই ধর।এই মুহূর্তে আমি চাইছি বলেই ধর।”

“হুম একশবার। এদিকে আয়।হাত টা দে। কথা দিচ্ছি যতক্ষণ ধরে রাখা সম্ভব ধরে রাখবো।”

Share This Article