পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সদস্য ৭৭ লাখ , সারা দেশে রেকর্ড – WB BJP new record

Bongconnection Original Published
2 Min Read



শ্চিমবঙ্গে বিজেপির নতুন সদস্য ৭৭ লাখ , সারা দেশে রেকর্ড - WB BJP new record
Loading...

               
                 বিজেপি – প্রতীকী পতাকা

লোকসভা ভোটের পর থেকে পশ্চিমবঙ্গে বিজেপির শক্তি যেভাবে বৃদ্ধি পেয়েছে সেটা বেশ চমকপ্রদ।  ভোট পরবর্তী সময়ে রাজ্য জুড়ে সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে বিজেপি নেতৃত্ব আর তার ফল বেশ হাতেনাতেই পেল গেরুয়া শিবির।  সারা দেশের সমস্ত রাজ্যকে পিছনে ফেলে পশ্চিমবঙ্গ উঠে এসেছে এক নম্বরে।  আর তাতেই গেরুয়া শিবির পেয়েছে আরো অনেকটাই অক্সিজেন।

গত ২৩ শে  মে লোকসভা ভোটার ফলাফল বেরোনোর পর থেকে শুরু হয়েছে বিজেপির এই সদস্য সংগ্রহ অভিযান।  বিজেপি নেতাদের দাবি এই তিন মাসে বিজেপির নতুন সদস্য সংখ্যা হয়েছে ৭৭ লক্ষ।  অর্থাৎ গত তিন মাসে বিজেপি দলে প্রায় ৭৭ লক্ষ মানুষ  যোগদান করেছেন।  




আর এতেই বেশ খুশি বিজেপির নেতৃত্ব।  তাদের পরবর্তী লক্ষ্য এই সংখ্যাটিকে আগামী কয়েক মাসের মধ্যে ১ কোটিতে পৌঁছে নিয়ে যাওয়া।  আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এই সদস্য সংগ্রহ অভিযান চলবে। 

পশ্চিমবঙ্গ থেকে সদস্য সংগ্রহের এমন বিরাট নজির দেখে স্বভাবতই বেশ খুশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।  দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন – কেন্দ্রীয় স্তর থেকে প্রাথমিক স্তর পর্যন্ত প্রথমে ৫০ লক্ষ্য সদস্যের টার্গেট দেওয়া হয়েছিল , পরে যেটা আর ও ১০ লক্ষ্য বাড়ানো হয় , কিন্তু কেন্দ্রীয় স্তরের দেওয়া টার্গেট কেও হার মানিয়ে দিয়েছে রাজ্যবাসী।  
লোকসভা ভোট শেষ হয়ে যাওয়ার পর বিজেপির যে ? ” মিশন পশ্চিমবঙ্গ ” শেষ হয়ে যায়নি সেটা কিন্তু আরেকবার প্রমাণিত হলো।  আগামীদিনে এই সংখ্যাটা যদি একই গতিতে বাড়তে থাকে তাহলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ যে বেশ কিছুটা রদবদল হতে পারে , তা কিন্তু একজন অরাজনৈতিক বাক্তিও অনায়াসে বলতে পারেন।  এবং সে ক্ষেত্রে বর্তমান শাষকদলের চিন্তা দিন দিন বাড়তে থাকবে সেটাও বলাই বাহুল্য।  

Share This Article