হিন্দি সিনেমায় গান গেয়ে প্লেব্যাক করলেন রানাঘাট স্টেশনের রানু মন্ডল – দেখুন ভিডিও – Ranu Mandal

Bongconnection Original Published
4 Min Read



হিন্দি সিনেমায় গান গেয়ে প্লেব্যাক করলেন রানাঘাট স্টেশনের রানু মন্ডল - দেখুন ভিডিও - Ranu Mandal
Loading...



              রানু মন্ডল ও হিমেশ রেশমিয়া

প্রথাগত সঙ্গীত শিক্ষা কোনদিন হয়নি , নেই কোন সংগীত গুরুও।  যতটা গান জানেন বা শিখেছেন সবটাই রেডিও কিংবা টেপ রেকর্ডার থেকে শুনেই।  গান গাইতে তার ভালো লাগে , তাই কিছুটা শখের বসেই মাঝে মাঝে গান শোনান।  তবে , তার গান শোনার সময় মনে হয় যেন সাক্ষাৎ লতা মঙ্গেশকর  গান গাইছেন।

গত কয়েকদিন আগে রানাঘাট স্টেশনের প্লাটফর্মে  বসে শোনাচ্ছিলেন গান , সেই সময় তার গান কে ফোনের ক্যামেরাবন্দি করে এক যাত্রী আপলোড করেন ফেসবুকে।  তারপর থেকেই তার গান পুরো নেট দুনিয়াময় ঝড়ের মতো ছড়িয়ে পরে।  নিমেষে ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিও দেখেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার সাথে যোগাযোগ করা শুরু করেন।  বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে গান গাইবার জন্য আসে বিশেষ আমন্ত্রণ ও।  ইতিমধ্যেই কলকাতার বেশ কয়েকটি বড়ো ক্লাবের জন্য আসন্ন দুর্গাপুজোর থিম সং গাওয়ার কন্ট্রাক্ট করে ফেলেছেন।



এত অব্দিও ঠিক ছিলো , কিন্তু আচমকাই এক্কেবারে হিন্দি সিনেমায় গেয়ে ফেললেন গান।  প্লে বেক করে ফেললেন বলিউড সিনেমার মঞ্চে।
আসলে , নদিয়ার রানাঘাট স্টেশনের প্লাটফর্ম এ বসে তিনি যে লতাজির গাওয়া এক পেয়ার কে নাগমা হে গানটি গেয়েছিলেন সেটি ফেসবুকের সৌজন্যে দেখেন গায়ক ও সংগীত পরিচালক হিমেশ রেশমিয়া।  দেখা মাত্রই তিনিও বাকি সবার মতোই অবাক ও একই সাথে মুগ্ধ হন।  আর তার পর ই সিদ্ধান্ত নেন  রানু মণ্ডলকে দিয়ে একটি সিনেমায় গান গাওয়াবেন।
 হিমেশের আসন্ন হিন্দি সিনেমা ” হ্যাপি হার্ডি এন্ড হির ” , আর এই সিনেমাতেই  ” তেরি  মেরি কহানি ”  গানটি গাওয়ার মাধ্যমেই বলিউড ইন্ডাস্ট্রি তে পা রাখলেন নদিয়ার রানাঘাটের বাসিন্দা রানু মন্ডল।


প্রতিভা এমন এক জিনিস যাকে আটকে রাখা যায়না এই কথাটা আরেকবার প্রমাণিত হলো। যে রানু মণ্ডলকে কয়েকদিন আগে অব্দি মানুষ চিনতো না , জানতো না সেভাবে আজ সারা বাংলা তথা ভারতের মানুষ তার কথা জানে।  সর্বভারতীয় সংবাদ মাধ্যম গুলি আজ তার একটা ছোট্ট ইন্টারভিউ নেয়ার জন্য মুখিয়ে থাকে।
রানু মন্ডলকে দিয়ে গান রেকর্ড করার পর , হিমেশ রেশমিয়া বলেন – অনেকদিন আগে সলমান খানের বাবা সেলিম চাচা বলেছিলেন , জীবনে যখনই কোন প্রতিভাকে দেখবে , চেষ্টা করবে তার প্রতিভাকে সাহায্য করার।  রানু মণ্ডলকে দিয়ে গান রেকর্ড করার মাধ্যমে , তিনি যে সেই কথাটা রেখেছেন সেটা বলাই বাহুল্য।
আজ হিমেশ রেশমিয়ার ইনস্টাগ্রাম পেজে রানু মন্ডলের সঙ্গে গান রেকর্ড করার ছোট্ট এক ক্লিপিংস পোস্ট করেন , আর ঘন্টা দুয়েকের মধ্যেই প্রায় দু লক্ষেরও বেশি ইউজার সেই ভিডিওর ক্লিপিংস টা দেখে ফেলেছেন।
তবে ঘটনা যাই হোক না কেন বাংলা থেকে আর একজন হিন্দি সিনেমায় প্লে বেক করলেন এটাই বা আমাদের কাছে কম আনন্দের নাকি ?  সেই সঙ্গে বহুদিন পর আবার লতাজির না হোক কিন্তু তার মতো আরেকজনের গলায় সেই সুর আর গান শুনতে পাওয়া যাবে এটাই সবথেকে  বড় পাওনা।

ভালো লাগলে ,  What’s app  ও ফেসবুকে শেয়ার করুন …

দেখুন ভিডিওটি –
                          

#HimeshReshmiya gave a chance to the lady who was found at kolkata railway station singing “Ek Pyar Ka Nagma Hai”.

Well done! 👏🏻👏🏻 pic.twitter.com/zMsEPgMGrQ

— Bollywoodirect (@Bollywoodirect) August 23, 2019

Share This Article