বিশ্বজুড়ে ফেসবুক,হোয়াটস অ্যাপের সাইট ডাউন চিন্তায় সোশ্যাল মিডিয়া প্রেমীরা – Facebook Site down

Bongconnection Original Published
3 Min Read



বিশ্বজুড়ে ফেসবুক,হোয়াটস অ্যাপের সাইট ডাউন চিন্তায় সোশ্যাল মিডিয়া প্রেমীরা - Facebook Site down
Loading...




সারাদিনের হাজারো ব্যাস্ততার মাঝেও টুক করে একটু ফেসবুক আর হোয়াটস অ্যাপে ঢু মারাটা আমাদের প্রায় নিত্যসঙ্গী হয়ে গেছে ।  যদি কোনদিন কোন কারনে এর একটু অন্যথা হয় , মনে হয় কি যেন নেই জীবনে ।
এই ব্যাপারটা যে শুধু মাত্র নবীন প্রজন্মের যুবক – যুবতীদের মধ্যেই রয়েছে তা কিন্তু নয় ।
সোশ্যাল মিডিয়ার এতটাই প্রভাব , যে কোন বয়সের মানুষ আজ এর বাইরে নয় । কিন্তু ভাবুন তো , একদিনের জন্য হলেও এই সোশ্যাল মিডিয়া বা সহজ ভাবে বলতে গেলে ফেসবুক বন্ধ হয়ে যায় , কেমন লাগবে আপনার ?

হ্যা, আর এই ব্যাপারটাই হয়েছে সারা বিশ্ব জুড়ে । ভারত , আমেরিকা , ব্রিটেন সহ পৃথিবীর একাধিক দেশে এই সমস্যা দেখে দিয়েছে । গতকাল রাত থেকে অনেক জায়গাতেই ফেসবুক ও হোয়াস অ্যাপ
ব্যাবহারকারীরা নিজেদের ফেসবুকের নিউজফিডে কোন ছবি দেখতে পাচ্ছেন না , এমনকি হোয়াটস অ্যাপেও কোন ছবি ডাউনলোড করা যাচ্ছে না ।
আর এতেই সমস্যায় পড়েছেন ১৮ থেকে ৬০ বছরের সকল ইন্টারনেট ব্যাবহারকারী মানুষজন । কারণ আজকাল প্রায় সকলেই ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়াতে সক্রিয় ।




রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে প্রিয় বন্ধুদের সঙ্গে একটু কথা না বললেই যেন নয় , বা সারাদিন কি কি করলো , কোন ছবি পোস্ট করলো সেটা একবার দেখে নিতেই হয় । পছন্দ হলে লাইক , বা কমেন্টের ঝড় ও উঠে ।

বিশ্বজুড়ে ফেসবুক,হোয়াটস অ্যাপের সাইট ডাউন চিন্তায় সোশ্যাল মিডিয়া প্রেমীরা - Facebook Site down




কিন্তু গতকাল রাত থেকেই এই ব্যাপারটা অনেকেই করতে পারছেন না । তাই অনেকেই নিজের স্ট্যাটাস এ কিংবা ফেসবুকে পোস্ট করছেন নিজের নিজের রাগ কিংবা অভিমানের কথা ।
তো , এই সমস্যার কারণ টা ঠিক কি ?
ফেসবুকের করা এক টুইট বলছে , কিছু টেকনিক্যাল কারণে , ফেসবুক সহ হোয়াটস অ্যাপের সাইট ডাউন হয়ে গেছে । আর এই কারণেই সারা পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ সমস্যায় পড়েছেন । দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে বলেও টুইট এ জানানো হয়েছে ।
তবে ফেসবুকের তরফ থেকে নিজেদের এই ত্রুটির জন্য ক্ষমা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ ।
চিন্তার বিষয়টি হচ্ছে , কিছুদিন আগেই ফেসবুকের তথ্য চুরির অভিযোগ শোনা গিয়েছিল । আবারও এমন কিছু হলো কিনা সেটা নিয়ে চিন্তায় টেক বিশেষজ্ঞরা ।

তবে বিষয়টি যাই হোক না কেন , এক দিন বা দু দিন সোশ্যাল মিডিয়ায় দাপাদাপি করতে না পেরে অনেকেই নিজেকে এন্টি সোশ্যাল ভাবতে শুরু করলে কিন্তু বিপদ !!! 

Share This Article