বিজেপিতে যোগ দিচ্ছেন ধোনি , জল্পনা দেশজুড়ে – Dhoni joins BJP, speculation across the country

Bongconnection Original Published
3 Min Read
বিজেপিতে যোগ দিচ্ছেন ধোনি , জল্পনা দেশজুড়ে - Dhoni joins BJP, speculation across the country
Loading...



তিনি পুরো ভারতবাসীর কাছে গর্ব । ভারতকে জিতিয়েছেন আই সি সি ক্রিকেট বিশ্বকাপ , চ্যাম্পিয়ন্স ট্রফি , টি ২০  বিশ্বকাপ , এশিয়া কাপ সহ অনেক ক্রিকেট ম্যাচ । তিনি মহেন্দ্র সিং ধোনি , ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক , ও উইকেট রক্ষক ব্যাটসম্যান । অনেক ক্রিকেট বিশেষজ্ঞই যাকে ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে সেরা মনে করেন ।
গতকাল তার জন্মদিনেই তাকে নিয়ে শুরু হয়েছে এক নতুন জল্পনা । মহেন্দ্র সিং ধোনি খুব শীঘ্রই ক্রিকেট কে বিদায় জানিয়ে যোগ দেবেন বিজেপিতে আর তারপর শুরু করবেন জীবনের অন্য এক ইনিংস ।
লোকসভা নির্বাচনে আশাতীত ভালো ফল করার পর মোদি বাহিনী দ্বিতীয় বারের জন্য কেন্দ্রে বিজেপি সরকার গঠন করার পর এবার তাদের লক্ষ্য বিভিন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতানো । সামনেই মহারাষ্ট্র ও হরিয়ানার ভোট , ডিসেম্বর এ রয়েছে ঝাড়খণ্ডের ভোট । বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোট কে মাথায় রেখেই কয়েকদিন আগেই বিজেপির  নেতারা করে ফেলেছেন একগুচ্ছ বৈঠক । আর সেই বৈঠকেই আগামী নির্বাচনের জন্য উঠে এসেছে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম ।
জল্পনা অনুযায়ী, খনিজ সম্পদ সমৃদ্ধ ওই তিনটি রাজ্যে ধোনিকে সামনে রেখেই ভোটের ময়দানে লড়তে চাইছে বিজেপি ।



              বিজেপিতে যোগ দিচ্ছেন ধোনি , জল্পনা দেশজুড়ে - Dhoni joins BJP, speculation across the country

অনেকেই মনে করছেন , চলতি ক্রিকেট বিশ্বকাপের পরই ক্রিকেট কে বিদায় জানাবেন ধোনি । তার পারফরম্যান্স ও আগের মতো নেই । সেই জন্য অনেক ক্রিকেট ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞরা তাকে নিয়ে করেছে সমালোচনা ও । চলতি ক্রিকেট বিশ্বকাপ এ ইংল্যান্ডের বিরুদ্ধে মন্থর ব্যাটিংয়ের জন্য অনেকেই তাকে নিয়ে বিভিন সমালোচনা করে বলেছেন , ধোনির এখন অবসর নিয়ে নেওয়া উচিত । যদিও ধোনি কবে অবসর নেবেন সে বিষয়ে তিনি নিজে কিছু বলেননি । কারণ, অনেকেই জানেন ক্রিকেট মাঠে ধোনির অবদান আজ ও কম কিছু নয় । বিরাট কোহলি অধিনায়ক হলেও সমস্ত সিদ্ধান্ত নেয়ার আগে বা মাঠে খেলা চলাকালীন বেশিরভাগ সিদ্ধান্ত তিনি ধোনির সঙ্গে পরামর্শ করেই নিয়ে থাকেন । তাছাড়া তিনি পৃথিবীর শ্রেষ্ট উইকেট রক্ষকদের মধ্যে একজন ও ক্রিকেট ম্যাচে বিশ্বের শ্রেষ্ঠ ফিনিশার । তাই কবে তিনি অবসর নেবেন সেটা ধোনি নিজেই হয়তো ঠিক করবেন ।
তবে , ধোনিকে রাজনীতির আঙিনায় টানতে নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখেছন দিল্লির কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব । বিজেপির এক কেন্দ্রীয় নেতার কথায় , ধোনি কবে ক্রিকেট থেকে অবসর নেবেন সেটা সম্পূর্ণ তার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত , তবে ঝাড়খণ্ডের আগামী বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির হয়ে কাজ করবেন সেটা নিশ্চিত ।




এই বিষয়ে নিজে কিছু না জানালেও ক্রিকেট থেকে অবসরের পর তিনি যে বাইশ গজের বাইরে রাজনীতির মাঠে এসে নেতৃত্ব দিতে পারেন সেটার ইঙ্গিত প্রায় ভালোই মিলছে ।
পুরো দেশ এখন ক্রিকেট বিশ্বকাপের জ্বরে আচ্ছন্ন , ভারত পুরো টুর্নামেন্টে ভালো ফল বজায় রেখেছে ।
ধোনি ব্যাট হাতে সেভাবে সফল হতে না পারলেও তার উপস্থিতি দলকে চাঙ্গা রাখে সেটা কারোর অজানা নয় । আর এর মাঝেই ধোনির রাজনীতিতে প্রবেশের কথা পুরো দেশে এক নতুন জল্পনা তৈরি করেছে । ধোনি প্রেমীদের কাছে কিন্তু এই খবরটা বেশ আনন্দের ই …

Share This Article