Bengali Love story – নিখোঁজ ভালোবাসা – Premer Golpo

Bongconnection Original Published
3 Min Read



PicsArt 07 16 09.57.59
Loading...




__________
ভালো বাসতে বাসতে একদিন মেয়েটা বলে বসল— “জানো, আজ থেকে তুমি আর ‘তুমি’ নও!”
_____ছেলেটা অবাক হল— ‘মানে!’
_____”তুমি আর ‘তুমি’ নেই!”
_____’মানে কী!?’
_____”মানে হল— আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম নিজেকে। এখন দেখি— সবচেয়ে বেশি ভালোবাসছি তোমাকে! কিন্তু আমি, সবচেয়ে বেশি ভালো তোমাকে কেন বাসতে যাব? আমি তো আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসব। কিন্তু বাসছি তো তোমাকেই! তাহলে কি তুমি আর ‘তুমি’ আছ? তুমি তো আমার ‘আমি’ হয়ে গেছ!”
_____ছেলেটার, সঙ্গে সঙ্গে নিজের ভেতর তাকানোর আগেই চোখ চলে গেল মেয়েটার বুকে— কী আশ্চর্য, মেয়েটার বুকের ভেতর দিব্যি বসে আছে সে! মমতায়, সম্মানে! একবুক আনন্দ নিয়ে ছেলেটা বলল, ‘আমাকে তুমি নিয়ে নিলে! নিয়ে নিয়েছ!’
_____মেয়েটা মিষ্টি একটা হাসি দিয়ে বলল, ‘হ্যাঁ।’
.
.
।। ২ ।।
সেইভাবে কেটে গেল কত কত দিন! কত মাস! বছর!
_____তারপর একদিন, ছেলেটার কপালের ফেরে, না মেয়েটার ভেতর প্রবঞ্চনা জেগে ওঠায়, কে জানে— আচমকাই মেয়েটা বলে বসল— “জানো, তুমি আর ‘আমি’ নেই! তুমি ‘তুমি’ই হয়ে গেছ!”
_____আচমকাই বুকটা হু হু করে উঠল ছেলেটার! তারপর কতবেলা কেটে গেল কে জানে— জলভরা চোখ নিয়ে একসময় সে বলল, ‘তাহলে ফেরত দিয়ে দেবে আমাকে? আমার কাছেই?’
_____মেয়েটা খুব স্বাভাবিকভাবেই বলল, “কবে যেন ফেরত দিয়ে দিয়েছি! ফেরত না দিয়ে দিলে কি তুমি আর ‘তুমি’ই হয়ে গেছ?”
_____পরপরই ছেলেটার কী যেন হয়ে গেল, কত যেন বয়ে গেল ঝড়, ভেতরে! নিজের ভেতর চোখ ফেলল সে সঙ্গে সঙ্গে— কই! নিজের ভেতর সে তো নেই! ফিরে তো পায় নি! ফিরে তো আসে নি!
_____একমুহূর্তও বিলম্ব নয়— মেয়েটার কত কাছে সে দাঁড়ানো, তবু যেন ছুটে গেল মেয়েটার কাছে! চোখ ফেলল মেয়েটার বুকের ভেতরে— নেই! সেখানেও তো সে নেই!
_____তারপর থেকে উদ্ভ্রান্তের মতো সে খুঁজতে থাকল নিজেকে— একবার নিজের ভেতর, একবার মেয়েটার ভেতর। একবার নিজের ভেতর। একবার মেয়েটার ভেতর।
_____কিন্তু কই— সে তো কোথাও নেই! কোত্থাও নেই!
.




.
।। পরিশিষ্ট ।।
বহু বছর পেরিয়ে গেছে— ছেলেটা আজও খুঁজে ফেরে, নিজেকে, অন্তত নিজের ভেতরে! পায় না। কেবল দেখে— মেয়েটাই বসে আছে শুধু ভেতরে তার।
_____যত্নে।
_____সম্মানে।
_____অহংকারে।
.
__________
—————
[পাঠক, গল্পটা ভালো লাগল, না মন্দ? যদি কষ্টবোধ না করেন, তাহলে নীচে কমেন্ট করে জানান। আপনার ভালোলাগা বা মন্দলাগা সেই কমেন্টই লেখককে আরো ভালো লিখতে উৎসাহ দেবে, বা মন্দতা কাটিয়ে শুদ্ধ করে তুলবে।

ধন্যবাদ 😊❤️

Share This Article