সাহু নদী | মহুয়া রুদ্র | Bangla Kobita

Bongconnection Original Published
1 Min Read



সাহু নদী | মহুয়া রুদ্র | Bangla Kobita

IMG 20190725 132214
Loading...

                     কলমে – মহুয়া রুদ্র
                         কবি , গদ্যকার




শুকনো নদী সাহু আজ
কানায় কানায় ভরা
বর্ষা জলে প্রাণ পেয়েছে
ছুটছে লাগাম ছাড়া।

তাই দেখে যে খুশি মনে
দুলছে গাছের পাতা

হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়ায়
অরণ্য-রূপকথা।

পাড়ের মাটি ডেকে বলে
এমন মাতাল কেন ভাই

নদী বলে জানো না কি?
মেঘ ডেকেছে তাই।

মাঠের পর মাঠ ভরেছে
সবুজ গালিচায়

মাছরাঙাটি ঝাঁপায় জলে
নিখুঁত নিশানায়।

ফাড়াবাড়ির লোকের মনে
আনন্দেরই ঢেউ

মন খারাপের কথা ওরা
শুনবে না আর কেউ।

Share This Article