Bangla Kobita | কবিতার মতো | কানাই ভৌমিক

Bongconnection Original Published
1 Min Read


Bangla Kobita | কবিতার মতো | কানাই ভৌমিক

Bangla Kobita | কবিতার মতো | কানাই ভৌমিক
Loading...

              লিখেছেন – কানাই ভৌমিক 

                         কবি ,গদ্যকার     



 তোর চোখে অপলক দৃষ্টিতে 
তাকিয়ে থাকার শক্তি আমার নেই। 
কথায় কথায় কোথায় যেন হারিয়ে ফেলি খেই। চলার পথে হঠাৎ যদি একটু হোঁচট খাই, 
ফিরিয়ে দিস না আবার আমায় 
যদি একটু আশ্রয় চাই। ভরসার ওপর ভর করেছি আসবো নতুন ছন্দ নিয়ে দেখবি যখন 
আমরা দুজন মিলবো একই প্রান্তে গিয়ে। 
ভালো মন্দের হিসাব যদি এতই করবি বসে,
  কি লাভ অযথা জীবনের এই কঠিন অংক কষে ? ভাবিনা আর কি পাবো আর কি হারাবো। 
সবই এমন-ই থাকবে পড়ে কারন
 একদিন তো মরেই যাবো


আরও পড়ুন , নদীর নাম চেল

Share This Article