Bangla Kobita – বড়দের শুভ রথযাত্রা – Bengali Poem

Bongconnection Original Published
2 Min Read



Bangla Kobita – বড়দের শুভ রথযাত্রা – Bengali Poem

IMG 20190704 134501
Loading...



আজ পাঁপড় ভাজা আর জিলিপি খাওয়ার দিন,
তার আগে ছোট্ট করে অ্যান্টাসিডটা নিন।
না না, জ্ঞান নয়,
     জ্ঞান দিতে আমার বয়ে গেছে ভারি তো,
     এটা শুধুমাত্রই জনস্বার্থে প্রচারিত ।😉
তারপর রথের মেলা, মজা আর মস্তি,
তবে ডিওডোরেন্টটা লাগিয়ে নিলে,
             অন্যদেরই স্বস্তি । 🙊   
এই দেখুন আপনি রাগ করে ভাবছেন,
এই ছেলে তখন থেকে কি জানি কি বলছেন ।😈
ওমুকে যে বলেছিল, উমমম্,
             আমি এলে কাছে………..
    বলি, গুজবে কি কোনদিন কান দিতে আছে???
             এরপর, অতি সোৎসাহে,
             দড়ি ধরে মারো টান,💪
                    পাশ থেকে এক ফচকের ছন্দ…….
                    “রাজা হবে খান খান”!!!!
     সে যাক্,
এই অবোধদের মাথায় থাক্ ঈশ্বরের হাত,👐
                    আমরা শুধু বলি,
                    জয় রথযাত্রা,🙏
                    জয় জগন্নাথ 🙏।।

বং কানেকশন নেটওয়ার্কের প্রতিটি পাঠক /পাঠিকা কে জানাই শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা …

Share This Article