Bangla Kobita | দ্বিতীয় মহাভারত | পলাশ বর্মন

Bongconnection Original Published
2 Min Read



Bangla Kobita | দ্বিতীয় মহাভারত | পলাশ বর্মন

Bangla Kobita | দ্বিতীয় মহাভারত | পলাশ বর্মন
Loading...

                     লিখেছেন – পলাশ বর্মন 
                           তরুণ কবি



 আজ বাজিয়া উঠিল হৃদয় বীণা
 তবু সেঁ আসিল না।
 আমি ডেকে ছিলাম তাঁরে বারে বারে শতবার তবু সেঁ আসিল না। 

 একবারও তাঁর সারা পাইলাম না। 

  তবে কেন এই পক্ষপাতী “মাধব”

        উত্তর দাও?  হে মুরারী 

  যখন হয়েছিল কৌরব সভায় পাঞ্চালির বস্ত্রহরণ । তুমি দিয়েছিলে তাকে শত শত বস্ত্র,  করেছিল তার রক্ষা। 

  তারোই সম্মানের জন্য,  তুমি৷ ঘটালে মহাভারত। 
  করেছিলে কৌরব কুলের সংহার। 
              “হে মাধব “
 তবে কি তুমি দেখা বন্ধ করে দিয়েছো ?
  নাকি সত্যি তুমি             
        পাথরের টুকরো মাত্র! 

   আজও হচ্ছে কত শত শত পাঞ্চালির সম্মানহানির ,
                  কোথায় তুমি ? 
 তাদের পাশে না আছে সমাজ,       
           না কোন পাণ্ডব।             

  না করছ তুমি তাদের সম্মান রক্ষা  ,
               না দ্বিতীয় মহাভারত।



Share This Article