Kobita – রোদ্দুর তোমার অপেক্ষায় – Premer Kobita – Bengali Love Poem

Bongconnection Original Published
1 Min Read

Kobita – রোদ্দুর তোমার অপেক্ষায় – Premer Kobita – Bengali Love Poem

Kobita - রোদ্দুর তোমার অপেক্ষায় - Premer Kobita - Bengali Poem
Loading...

     
এখনও দালানটাতে রোদ
খেলা করে সকালবেলা,
চড়ুইটা নেচে নেচে ফেরে
বারান্দায়
আর, কি যেন খায় খুঁটে খুঁটে।
বাড়ে বেলা, সরে যায় রোদ
কাকটা ডাকে কর্কশ স্বরে।

বাসনউলিটা হাঁক পারে৷
    ” বাসন নেবে গো, বাসন…..”
ছাদের কার্নিশে উঁকি মারছে
যে অযাচিত অশ্বথগাছটা
সূর্যের শেষ ছটা পড়ে
     তার গায়ের ওপর
ফুরোয় দিন,নেমে আসে রাত।
     হয়তো উঠবে চাঁদ কিংবা অমাবস্যা।
খোকা ঘুমলো, পাড়া জুড়লো
    এক আকাশ ঘুম চোখে
মিটমিট করে শুধু তারা।




রোদ্দুরটা রয়েছে কোথাও লুকিয়ে
সাজছে, সে নতুন করে সাজছে।
ভাঙাচোরা দালানটা যে,
      রয়েছে তার অপেক্ষায়।৷
         
   

Share This Article