চিহ্ন | Chinnho |Bangla Kobita | Valobashar Kobita

Bongconnection Original Published
1 Min Read

চিহ্ন |  Chinnho |Bangla Kobita | Valobashar Kobita

? চিহ্ন |  Chinnho |Bangla Kobita | বাংলা কবিতা
Loading...

                        লিখেছেন – সুদীপ্ত সেন




তুমি সিঁদুর ভেঙে মুছে দিও হিন্দুত্বের দাম।
আমি তোমায় কাঁচের চুড়ি পরিয়ে প্রমাণ করব
তুমি আর রায় বাড়ির মেয়ে বিনোদিনী নও,
তুমি হুমায়নের বউ নাদিরা।

ভালোবাসাটা এরকম হোক—
সমস্ত ইচ্ছে, না, মানে পুরুষের ইচ্ছে গুলোই প্রাধান্য পাক
আর ততক্ষণে দিল্লীর কোনো গলিতে বা কলকাতার ট্যাক্সির জানলায় আঁচড় কাটুক আরও পাঁচজন ধর্ষীতা।

আর এরকমটাই যদি একান্তই ইচ্ছে থাকে
তাহলে তুমি বরং তাই করো বিনোদিনী।

আর যদি বলো না, বরং এর উল্টোটা হোক
তাহলে জেনে রেখ ছেলেটা রাজি হবেনা।।

তাই, যদি ভালোবাসো তাহলে ধর্মকে নয়
মুছে ফেল সিঁদুর আর কাঁচের চুড়ির পার্থক্যটাকে।
এসব ভেঙে নাম রাখো ‘বিনোদিনী ও হুমায়ন’

আর এইবার, বিনোদিনী তুমি হুমায়নকে ডেকে আনো তোমার বসন্ত উৎসবে
দু’হাত দিয়ে আবির মাখিয়ে রাঙিয়ে দাও হুমায়নের দুই গাল

তারপর জিজ্ঞেস করে নিও

ভালোবাসার কোনো পদবি হয় কি?

Share This Article