এই যে তুমি হাসো - Bangla Kobita - Premer Kobita
লিখেছেন - মৃদুল
এই যে তুমি হাসো,তোমার ঠোঁটের কোণে গভীর হয়। সেই গভীরে ছেলেটা হারিয়ে যায়, তার খেয়াল কি তুমি রাখো?
আবার কিছু জিজ্ঞেস করলে মুচকি মুচকি হাসো, ছেলেটার হৃদয়ে চুরির মতো আঘাত করে তোমার এই মুচকি হাসিটা।
তুমি কি জানো? তোমার হাসিটা দোখার জন্য ছেলেটা প্রায় পাগল হয়ে যায়। তোমার ঠোঁটের হাসি দেখলে ছেলেটা প্রাণ ফিরে পায়। ঠোঁটের কোণে গভীরতায় বারবার হারিয়ে যেতে চায়।
বারবার ভালোবাসি ভালোবসি বলে চিৎকার করে পুরো পৃথিবীকে জানিয়ে দিতে চায়। কারণে অকারণে তোমার কাছে যেতে চায়, বুকের গহীনে তোমার কথা চিন্তা করে শান্তি পায়।তোমার ভালোবাসায় বাঁচতে চায়।
এই যে তুমি রাগ করো, বাচ্চাদের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করো। সবকিছুই ছেলেটার ভালো লাগে। যারে ভালোবাসি, তার সবকিছু ভালো লাগতে হয়।
এই ভালোলাগা মন থেকে চলে আসে, জোর করে আনতে হয়না।
এই যে তুমি হাসো,
রক্ত জবার মতো,
এই হাসিতে খুন হই আমি শত শত ...
❤️