ফোন কিনতে চাচ্ছেন ? দেখে নিন REDMI NOTE 6 PRO কেনার কারণ ও ফিচারগুলো

Bongconnection Original Published
5 Min Read
xiaomi redmi note 6 pro 2
Loading...







নতুন ফোন কিনতে অনেকদিন থেকেই ভাবছেন তাই তো ? আপনার ভাবনা দূর করতে সঙ্গে আছি আমরা । তো চলুন আজ আপনার জন্য আজ নিয়ে এসেছি এক নতুন ফোনের খোঁজ ।
ভারতের বাজারে শাওমি লঞ্চ করেছে তাদের নতুন হ্যান্ডসেট Redmi Note 6 Pro  । কোম্পানির আগের হ্যান্ডসেট Redmi Note 5 pro সঙ্গে অনেকেই এই হ্যান্ডসেটটির  তুলনা করেছেন । কিন্তু অনেক টেক বিশেষজ্ঞই মনে করছেন এই ফোনটি টেক্কা দিতে চলছে স্যামসাং , রিয়েল মি বা অনার এর বাজার চলতি হ্যান্ডসেট গুলোকে ।
তো , আসুন জেনে নেই কি ফিচার আছে এই হ্যান্ডসেটটিতে  ।


Redmi Note 6 pro Display


মানুষের সৌন্দর্য তো মুখেই তাই না ? ফোনের ও তাই । তাই প্রথমেই ডিসপ্লের কথা বলে নেই ।
এতে রয়েছে 6.26 ইঞ্চির বেশ বড় ডিসপ্লে ফুল এইচডি প্লাস ( 1080×2280 রেজুলিউশন) । যাতে আপনি অনায়াসে মুভিজ দেখা , গেম খেলা , ব্রাউজিং এর মতো ব্যাপারগুলো করতে পারেন ।
Redmi Note 5 pro এর থেকে এর তফাত টা হলো ডিসপ্লেতেই বেশি । কারণ এতে রয়েছে 19:9 ফুল ভিউ ডিসপ্লে । ওপরে রয়েছে নচ ।
অর্থাৎ , আপনি যদি একটা বাজেট ফোনের মধ্যে প্রিমিয়াম হাই কোয়ালিটি লুকস খুঁজছেন তাহলে হতে পারে আপনার জন্য এই ফোনটিই সেরা পছন্দ ।







Redmi Note 6 Pro Camera


আজকাল তো প্রায় সবাই ছবি তুলতে পছন্দ করে ।আপনিও নিশ্চই ? তাই ক্যামেরা র কথা মাথায় রেখে শাওমি এই ফোনটিতে রেখেছে বেশ আধুনিক ও শক্তিশালী ক্যামেরা । সেলফি তোলার জন্য রয়েছে 20 +2 মেগাপিক্সেল AI ফিচারযুক দুটি ক্যামেরা সেট আপ , যা দিয়ে আপনি বেশ সুন্দর সেলফি তুলতে পারবেন । আর পেছনে রয়েছে 12+5 মেগাপিক্সেল এর দুটি ক্যামেরা ।
অর্থাৎ , আপনি পাচ্ছেন সব মিলিয়ে 4 টি ক্যামেরা এই ফোনে ।



resizer
Xiaomi Blooming



Redmi Note 6 Pro battery


ফোনে আর যাই থাকুক বা না থাকুক ব্যাটারিটা কিন্তু একদম চাঙ্গা চাই । ওটি ছাড়া তো ফোন একবারে ডাব্বা । তো , সেই কথা মাথায় রেখেই শাওমি এই হ্যান্ডসেটে দিয়েছে 4000 mah এর বেশ শক্তিশালি ব্যাটারি । আপনি একবার চার্জ দিয়ে বেশ অনায়াসে 1 দিন থেকে দেড় দিন অব্দি চালিয়ে নিতে পারবেন ।




Redmi Note 6 pro Processor


এবারে আসি প্রসেসর এর কথায় । Redmi Note 5 pro এর মতো শাওমি এই ফোনটিতে ও আরো একবার ব্যাবহার করেছে Snapdragon qualQual 636 প্রসেসর ।
দেখুন 636 একটি বেশ ব্যালান্স প্রসেসর । যারা ফোনের প্রসেসর নিয়ে ভাবেন , তারাও কিনতে পারেন এই হ্যান্ডসেট টি । গেমার বা যারা সারাদিন ফোন বেশ হেভি ইউজ করে থাকে । তাদের জন্য কোন সমস্যা হবে না ।


Redmi Note 6 pro Ram & Rom


একটি ফোনে তার স্টোরেজ কতটা আছে সেটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার । কারণ , আপনি সেলফি তুলুন বা ভিডিও রেকর্ড করুন স্টোরেজ টা বেশ জরুরি । আর যারা গেমার বা হেফা ইউজার তাদের জন্য Ram টাও খুব গুরুত্বপূর্ণ । নাহলে হতে পারে আপনার ফোন lag । যাকে চলতি কথায় বলে হ্যাং । কোম্পানি সেই বিষয়টি মাথায় রেখেই দুটি Variant এ ফোনটি বাজারে এনেছে ।
3GB +32GB  দাম – 10999
4GB + 64GB দাম -12999


 ফোনটি কিনতে নীচের👇 ছবিতে টাচ করুন ।

         
ফাইনাল পয়েন্ট
 এবারে আসছি আপনি ফোনটি কিনবেন কি কিনবেন না সেই ব্যাপারে । দেখুন বাজারে অনেক ব্রান্ডের অনেক ফোন রয়েছে । চাইলে আপনি সেগুলোও দেখতে পারেন ।
কিন্তু এই ফোনটির বিশেসত্ত্ব হলো , আপনার বাজেট যদি হয় 10-12 হাজারের মধ্যে , তাহলে এর চেয়ে ভালো ফোন আপনি পাবেন না ।
অনেকে চীনা কোম্পানি ভেবে থাকেন । আসলে আমাদের ভারতের বাজারে যত ফোন আছে সব ই চীনা বা অন্য কোন দেশের থেকেই আসছে ।
আর কাস্টমার সার্ভিস এর কথা বলতে , এখন বাজেট সেগমেন্ট অর্থাৎ 15 -20 হাজরের মধ্যে শাওমি ভারতের এক নম্বর ব্র্যান্ড । তাই আফটার সেল সার্ভিস বেশ ভালোই দিয়ে থাকে ।


সবশেষে , যারা 10-12 হাজারের মধ্যে সব দিক থেকে একটি ব্যালান্স এবং প্রিমিয়াম দেখতে একটি ফোন কিনতে চাইছেন তারা চাইলে কিনতেই পারেন । তবে , যারা Redmi Note 5 pro কিনে ফেলেছেন তাদের বলবো আপাতত ওটাই ব্যাবহার করুন । শুধু লকুস আর ক্যামেরা ছাড়া তেমন কিছু তফাৎ নেই ।


টেকনোলজি বা এই ফোন সম্পর্কে যে কোন রকম প্রশ্ন বা মতামত থাকলে নীচের কমেন্ট সেকশনে লিখুন ।


আর , প্রতিদিন বিজ্ঞান আর প্রযুক্তির সব আপডেট সবার আগে বাংলায় পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে ।


ধন্যবাদ ।

ফোনের ভাইরাস থেকে মুক্তির উপায় !!! জানতে ক্লিক করুন

Share This Article