বেস্ট ফোন আপনার বাজেটে

Bongconnection Original Published
9 Min Read

নতুন ফোন কিনতে চিন্তা ?? কী ফোন কিনবেন , কীভাবে কিনবেন  ??

আমরা দিচ্ছি আপনাকে বেস্ট ফোনের বেস্ট খোঁজ
IMG 20181106 151808
Loading...

বাঙালি কেনাকাটা করতে দশবার ভাবে , তা যদি আবার হয় নতুন ফোন সেক্ষেত্রে তো কথাই নেই । এত হরেক রকম ব্র্যান্ড তাদের প্রোডাক্ট নিয়ে বাজারে ছেয়ে আছে যে কেনার আগে ভাবনাটা অমূলক নয় অবশ্য ।
কারো ও ক্যামেরা চাই তো কারোও প্রেসেসর কারও বা ব্যাটারি ।কেউ ছবি তুলতে ভালোবাসে , কেউ আবার গেম খেলতে । যাইহোক , আজ আমরা এমন কয়েকটি নতুন মোবাইলের কথা বলবো যা সব দিক থেকেই পারফেক্ট । যাকে এক কথায় অলরাইন্ডার বলে আর কি !


1. সাওমি (Xiaomi ) NOTE 6 PRO

Loading...
Samsung কে হারিয়ে হঠ্যাৎই Mi যাকে সাওমি ও বলে ভারতের বাজার এমন ভাবে দখল করেছে । যাকে বলে নাম্বার 1 । হবে নাই বা কেন সাধারণ মানুষের জন্য বাজেট সেন্ট্রিক 10 -15 হাজারে এমন সব ফোন এনেছে । যা এক কথায় অনবদ্য ।
images%2B%252812%2529
Mi নোট 6 pro তে থাকছে 6.26 ইঞ্চি IPS , LCD ডিসপ্লে। 
সেই সঙ্গে 19:9 ফুল স্ক্রিন নচ ডিসপ্লে । ফুল এইচ ডি প্লাস রেজুলিউশন । থাকছে গরিলা গ্লাস সাপোর্ট । চলবে এন্ড্রয়েড 8.1 ভার্সন এ । 6 GB ram 4000 mah ব্যাটারি ।  সেলফি প্রেমীদের জন্য থাকছে দু 20+২ মেগাপিক্সেল ডুয়াল  ফ্রন্ট ক্যামেরা । আর পেছনে থাকছে 12+5 মেগাপিক্সেল depth সেন্সর ডুয়াল রিয়ার ক্যামেরা । ডুয়াল 4g সাপোর্ট । আর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রেসেসর হিসেবে থাকছে Snapdragon 636 octa core ।
সব দিক থেকেই ফোনটি চমৎকার । গ্লোবালি এটা লঞ্চ হয়ে গেছে । যদি আপনি এই ফোনটি করতে চান আপনার পকেট বন্দি । কয়েক টা দিন একটু অপেক্ষা করুন ইন্ডিয়া তে এই চলতি মাসেই এটি লঞ্চ হয়ে যাবে ।



2. MI NOTE 5 PRO

Xiaomi Redmi Note 5 Pro 6GB RAM

Mi Note 5 pro এই ফোনটি তো অনেকেরই চেনা। অনেকেই ইতোমধ্যেই পকেট বন্দিও করে ফেলেছেন এই ফোনটিকে । জারা এই উৎসবের মরসুমে নতুন ফোন কিনবেন বলে ভাবছেন, তাদের জন্য এটি একটি চমৎকার ফোন । 4000 mah ব্যাটারি  ও Spandagron 636 প্রসেসর সহ এই ফোনটিতে রয়েছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যা দিয়ে অন্ধকারেও আপনি তুলতে পারবেন সুন্দর ছবি । রয়েছে 16+5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা যা দিয়ে আপনি পোট্রেট মোডেও ছবি তুলতে পারবেন ব্ল্যার ব্যাকগ্রাউন্ড সহ । 
এই ফোনটি আপনি ফ্লিপকার্ট এ কিনতে পাবেন । এই দীপাবলী র সময়ে কিনলে পেতে পারেন বেশ ভালো ডিসকাউন্ট ।
দাম – ১৪৯৯৯ । পাবেন  flipkart এর ওয়েবসাইটে

 3. HONOR 8 X

images%2B%252814%2529
Honor প্রেমীদের জন্য রয়েছে honor ৪x ।
এতে রয়েছে 6.5 ইঞ্চি বেশ বড় এক ডিসপ্লে 2340 ×1080 পিক্সেল রেজোলিউশন সহ । এন্ড্রয়েড 8.1 এ চলা এই ফোনে পাবেন 2.2 GHz Kirin 710 octa core প্রসেসর । রয়েছে 3750 mah এর ব্যাটারি । পেছনে রয়েছে  20+2 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা । আর সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা । গ্লাস ব্যাক ফিনিস এর মতো ফোনটি দেখতেও বেশ ভালো ।
তো , এই উৎসবের মরসুমে আপনি যদি একটি বড়সড় ডিসপ্লে র সুন্দর দেখতে এক অলরাউন্ডার ফোন কিনতে চান । তো , এই honor 8x আপনার জন্য একদম পারফেক্ট । 
এটি আপনি পেয়ে যাবেন amazon.in এ 
দাম -14999  (4GB +64GB)

4. HONOR 9N

images%2B%252815%2529
আপনার বাজেট কি 10 হাজারের কম ? উপরের ফোন গুলো দেখতে দেখতে ভাবছেন পকেটের কথা ? চিন্তা নেই আপনার জন্যও রয়েছে Honor 9N । 5.84 ইঞ্চি LCD, IPS Full HD ডিসপ্লের সঙ্গে এতে রয়েছে Kirin 659 octa core প্রসেসর । 19:9 ফুল ভিউ নচ ডিসপ্লে । রয়েছে 3000 mah এর শক্তিশালী ব্যাটারি । ফোনটি দেখতেও খুব সুন্দর
3GB ram ও 32 GB স্টোরেজ সহ এই ফোনটির 
দাম  – 9999। পাবেন ফ্লিপকার্টে ।

5. SAMSUNG GALAXY A7

images%2B%252816%2529
 স্যামসাং প্রেমীরা হতাশ হচ্ছেন যে , এই লিস্টে স্যামসাং এর কোন ফোন নেই কেন ? চিন্তা নেই  স্যামসাং ও লঞ্চ করেছে তাদের শক্তিশালী ট্রিপল রিয়ার ক্যামেরা যুক্ত নতুন ফোন Galaxy A7 ।
অর্থাৎ এই ফোনের পেছনে রয়েছে 3 টি ক্যামেরা ।
Samrt কিছু ফিচার রয়েছে এই ফোনটিতে । 6 ইঞ্চ সুপার amoled ডিসপ্লে যুক্ত এই ফোনে রয়েছে 18:9 aspect ratio । মূলত এই ফোনটিতে ক্যামেরার বিষয়ে বেশি খেয়াল রাখা হয়েছে । 24+5+8 মেগাপিক্সেল এর তিনটি অতি অত্যাধুনিক ও শক্তিশালী ক্যামেরা রয়েছে এর পেছেনের দিকে ।
সেলফি তোলার জন্য রয়েছে 24 মেগাপিক্সেল এর ক্যামেরা । (4GB + 64GB ) (6GB+128 GB)
দুটি variant এ ফোনটি কিনতে পাবেন । 
প্রেসসর হিসেবে রয়েছে 2.2 GHz octa core । 3300 mah এর ব্যাটারি সহ এই ফোনটিতে পাবেন সমস্ত প্রাথমিক সেন্সরগুলো । 
ফোনটির ভারতীয় দাম – 22990 (4GB+64GB)

6. REAL ME 2 PRO

Realme 2 Pro 1024 1
Real me 2 Pro কি নামটি শোনা শোনা লাগছে কি ?আসলে এটি একটি নতুন ব্যান্ড । ফোনটিতে রয়েছে 6.36 ইঞ্চ 19:9 ফুল ভিউ নচ ডিসপ্লে । 
16+2 ডুয়াল রিয়ার ক্যামেরা ও সেলফির জন্য রয়েছে 16 মেগাপিক্সেল এই এক শক্তিশালী ক্যামেরা । 3 GB , 6GB  8GB এই তিনটি variant এ ফোনটি পাবেন । প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 660 । অনেক টেক বিশেষজ্ঞের মতে 15 হাজারের নীচে যত ফোন পাওয়া যায় তার মধ্যে এটি সবচেয়ে ভালো ক্যামেরার ফোন ।
তো এই ফেস্টিভ মরসুমে যারা ক্যামেরা লাভার ।
তাদের জন্য বাজেট সেগমেন্ট এ এই ফোনটি বেশ ভালো পছন্দ হতে পারে । ফোনটির লুকস ও দারুন । ফোনটির দাম শুরু হচ্ছে 13990 থেকে 4 GB র জন্য । 
পেয়ে যাবেন ফ্লিপকার্টে । 

7. VIVO V9 PRO

images%2B%252817%2529
Vivo v9 Pro ফোনটি দেখতে কিন্তু সত্যি অসাধারণ । এই দামে অন্য কোন ব্যান্ড এত ভালো লুকসএর একটা ফোন দিতেই পারছে না । 
এই ফোনে আপনি পাবেন 6.3 ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে  । 3260 mah এর ব্যাটারি  । প্রসেসর হিসেবে পাবেন Snapdragon Qualcomm এর 660AIE 1.95 GHz octa core processor ।
নচ ফুল ভিউ ডিসপ্লে । 13+2 মেগাপিক্সেল এর ডুয়াল রিয়ার ক্যামেরা । সেলফির জন্য 16 মেগাপিক্সেল এর ব্রাইট ক্যামেরা । ফিঙ্গারপ্রিন্ট সেন্সর , ফেস আনলক সহ সমস্ত সুবিধা পাবেন এতে । এই ফোনটি হাতে নিলে সত্যি এক চমৎকার ফিল চলে আসে । 
তো , যারা খুব সুন্দর দেখতে এক ব্যালেন্স ফোন খুঁজছেন তাদের জন্য এটি ভালো পছন্দ হতে পারে ।
দাম -15990  (4GB +64 GB ) 
পেয়ে যাবেন ফ্লিপকার্টের ওয়েবসাইটে ।
বাজেট সেগমেন্ট 20 হাজারের মধ্যে এই ফোনগুলো কিনলে আপনি হতাশ হবেন না । ক্যামেরা হোক বা  গেমিং বা ব্যাটারি । সব দিক থেকেই পাবেন এক ভালো সাপোর্ট , এক সুন্দর এক্সপিরিয়েন্স ।
      
অনেকের অনেক পছন্দ থাকতেই পারে , অন্য অনেক ফোন বাজারে পেয়ে যাবেন । নরমালি যে যে কোম্পানির ফোন ব্যবহার করছে , তাকে জিজ্ঞেস করলে সে সেই কোম্পানীর ফোন ই আপনাকে কিনতে সাজেস্ট করবে ।
কিন্তু আমরা আপনাকে সেই সব ফোন গুলোই কিনতে বলবো যেগুলো আপনাকে সব দিক থেকে এক মসৃন ও সুন্দর অভিজ্ঞতা দেবে । 
কমেন্ট করে জানান আপনার কোন ফোনটি পছন্দ  । কোন ফোন সম্পর্কে জানতে কমেন্ট এ প্রশ্ন করুন ।।
দেখা হচ্ছে পরের আরও এক ইন্টারেস্টিং কোন আর্টিকেলে । ততক্ষণ ভালো থাকুন , সুস্থ থাকুন ।
ধন্যবাদ । 

Share This Article