প্রেম ও অনুভূতি

Bongconnection Original Published
1 Min Read
29542879 711662479224166 8805851840470730378 n
Loading...

এক সূক্ষ্ম অনুভুতি আমাদের সবার মাঝেই রয়েছে …।যাকে আমরা ভালোবাসা বলে থাকি …কিন্তু বিষয়টা হল ভালবাসা আসলে কি ?????
 

ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা।[১] বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা।[২][৩] তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়, বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায় না। ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে, যেমন: নিষ্কাম ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা, আত্মীয়দের প্রতি ভালোবাসা ইত্যাদি। আরো সঠিকভাবে বলতে গেলে, যে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ প্রায় সময় খুবই আনন্দদায়ক হতে পারে… এমন কি কোনো কাজ কিংবা খাদ্যের প্রতিও। আর এই অতি আনন্দদায়ক অনুভূতিই হলো ভালোবাসা।

   

     আপনার কাছে ভালবাসাটা কি ???? শেয়ার করুন আমাদের সঙ্গে …।কমেন্ট বক্সে জানান আপনার মতামত …।

      সঙ্গে থাকুন আমাদের …… নিয়মিত লেখা পড়তে চোখ রাখুন আমাদের ব্লগে ……


     

Share This Article